Duare Sarkar 2023 : ৪ টি নতুন প্রকল্পসহ ৩৩ টি প্রকল্প নিয়ে শুরু হল দুয়ারে সরকার।

0
duare sarkar 2023

রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে থেকে ১ লা এপ্রিল থেকে শুরু হতে চলেছে ষষ্ঠ পর্যায়ের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প,যা চলবে আগামী ২০ শে এপ্রিল পর্যন্ত। প্রথম ১০ দিন অর্থাৎ ১ লা এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত প্রকল্পের জন্য আবেদন করা যাবে,১১ এপ্রিল থেকে ২০ শে এপ্রিল আবেদন করা প্রকল্পের পরিষেবা দেওয়া হবে। এবারের দুয়ারে সরকার কর্মসূচিতে ৩৩ টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। জনপ্রিয় প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার,স্বাস্থ্য সাথী,কৃষক বন্ধু,কন্যাশ্রী,রুপশ্রী,খাদ্য সাথীর পাশাপাশি এবারে আরও ৪ টি নতুন প্রকল্পকে যুক্ত করা হয়েছে, যে গুলি হল মেধাশ্রী,ভবিষ্যৎ ক্রেডিট কার্ড,বিধবা ভাতা,বাংলা কৃষি সেচ যোজনা।

সারা রাজ্যের জনগনের কাছে সহজে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণনায় প্রথম শুরু হয় দুয়ারে সরকার কর্মসূচি। এর আগে পাঁচ পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। বিগত পাঁচ পর্যায়ে ৩ লক্ষ ৭০ হাজারের বেশি দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ৭ কোটি মানুষ উপকৃত হয়েছে। স্বষ্ঠ পর্যায়ে আরও বেশি মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে প্রায় বুথে বুথে ১ লক্ষ দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে।

(অচেনা নম্বর থেকে সাধারন মানুষকে ফোন করছেন মুখ্যমন্ত্রী ? আসল সত্যিটা জানুন)

দুয়ারে সরকার ক্যাম্পের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করানোর জন্য ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজ্য সরকার। সারা রাজ্য জুড়ে ডিজিটাল ট্যাবলোর মাধ্যমে চালানো হচ্ছে প্রচার,থাকছে মোবাইল ক্যাম্পও। ডিজিটাল ট্যাবলোর মাধ্যমে দুয়ারে সরকারের পাশাপাশি ৪০ মিনিটের ভিডিওতে তুলে ধরা হবে রাজ্য সরকারের বিগত ১২ বছরের উন্নয়নের কাহিনী যার নাম দেওয়া হয়েছে ‘উন্নয়নের পথে ১১ বছর’। এবারের দুয়ারে সরকার প্রকল্পে অভিনব উপায়ে প্রচার শুরু করেছে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক আইভিআরএস পদ্ধতিতে কল করে দুয়ারে সরকার ক্যাম্পের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে। ফোন রিসিভ করে মুখ্যমন্ত্রীর গলা শুনে আপ্লুত রাজ্যের মানুষ। প্রায় ৪ কোটি মানুষের কাছে মুখ্যমন্ত্রীর কল পৌঁছানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

(Ration : রমজান মাসে রেশনে বিশেষ প্যাকেজ ঘোষণা,মিলবে ছোলা,চিনি,ময়দা)

কিভাবে দেখবেন আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প :

  • দুয়ারে সরকার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট https://ds.wb.gov.in/ যেতে হবে।
  • হোমপেজে Find Your Camp অপশনে ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে।
  • নতুন পেজে চলতি দুয়ারে সরকার ক্যাম্প খোঁজার জন্য All Camps Of DS-6 সিলেক্ট করুন।
  • এবার আপনার জেলা সিলেক্ট করুন।
  • তারপরে আপনার ব্লক বা নিকটবর্তী অঞ্চল সিলেক্ট করুন।
  • এরপর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত,পৌরসভা এলাকার ক্ষেত্রে ওয়ার্ড সিলেক্ট করে দেখে নিন আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কোথায় কবে বসছে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *