Primary Education In West Bengal : কেন্দ্র সরকারের রিপোর্টে সারা দেশে প্রাথমিক শিক্ষায় প্রথম বাংলা।
পশ্চিমবঙ্গে শিক্ষার মান নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে যা নিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হয় সরকারকে। বর্তমানে রাজ্যেজুড়ে চলছে মাধ্যমিক,তার পর শুরু হবে উচ্চমাধ্যমিক। দেখা গেছে অন্যান্য বারের তুলনায় এবার রাজ্যে কমেছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ লাখ কমে গেছে,যা নিয়ে সরব হয়েছে রাজ্যের বিরোধীদলগুলি। তাঁদের দাবি রাজ্যের প্রাথমিক স্তর থেকে শিক্ষার মান একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে যার ফলে অভিভাবকরা ছেলেমেয়েদের রাজ্যে শিক্ষা বোর্ড পরিচালিত স্কুলগুলিতে পড়াশোনা করাতে ভরসা পাচ্ছেন না যার ফলস্বরূপ কমছে মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা।
তবে সম্প্রতি কেন্দ্র সরকার দ্বারা প্রকাশিত এক রিপোর্ট স্বস্তি দেবে রাজ্য সরকারকে। কেন্দ্র সরকারের তরফ থেকে সারা দেশজুড়ে বুনিয়াদি শিক্ষা ও সংখ্যাজ্ঞানের উপর সমীক্ষা চালানো হয়,প্রধানমন্ত্রী ইকনমিক অ্যাডভাইসরি (ইএসি-পিএম) কমিটির উদ্যোগে ইনস্টিটিউট ফর কম্পিটিটিভনেস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউএস-এশিয়া টেকনোলজি সেন্টারের সহায়তায় সমীক্ষা চালিয়ে রিপোর্টটি প্রস্তুত করে,যাতে দেখা গেছে গোটা দেশের মধ্যে বুনিয়াদি শিক্ষার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বাংলা,সবার শেষে রয়েছে উত্তরপ্রদেশ। এই রিপোর্টটি তৈরী হয়েছে দেশের ১০ বছরের কম বয়সি বাচ্চাদের শিক্ষার হারের ভিত্তিতে। সারা দেশ জুড়ে বুনিয়াদি স্কুলগুলিতে শিশুদের শিক্ষার সুযোগ,মৌলিক স্বাস্থ্য,শিক্ষার পরিকাঠামো,শিক্ষার ফলাফল ও পরিচালন ব্যবস্থা-মূলত এই পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে এই রিপোর্টটি প্রস্তুত করা হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী দেশের বুনিয়াদি শিক্ষার গড় মান দাঁড়িয়েছে ৪৪.৪৮।
(আরও পড়ুন : ভার্চুয়াল বৈঠকে সমগ্র শিক্ষা মিশন অভিযান প্রকল্পের আওতায় শিক্ষা খাতে বিপুল টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার)
প্রথমে দেশের রাজ্য গুলিকে আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে চারটিভাগে ভাগ করা হয় – বড় রাজ্য,ছোট রাজ্য,উত্তর-পূর্বের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। বড়ো রাজ্যের সংখ্যা ৯টি-পশ্চিমবঙ্গ,মহারাষ্ট্র,রাজস্থান,উত্তরপ্রদেশ,গুজ রাট,বিহার,তামিলনাড়ু,কর্ণাটক ও মধ্যপ্রদেশ। বড় রাজ্যগুলির মধ্যে বুনিয়াদি শিক্ষার গড় মান হিসাবে ৫৪.৫৮ পেয়ে প্রথম হয়েছে পশ্চিমবঙ্গ। এরপরে তালিকায় দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র,তারপর পর্যায়ক্রমে আছে তামিলনাড়ু,রাজস্থান,কর্ণাটক,গুজরাট, মধ্যেপ্রদেশ,বিহার,উত্তরপ্রদেশ। ছোট রাজ্যগুলির শীর্ষে রয়েছে পাঞ্জাব,সবচেয়ে নিচে আছে তেলেঙ্গানা। উত্তর পূর্বের রাজ্য গুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সিকিম,লাস্ট বয় মেঘালয়। কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে সবচেয়ে প্রথমে আছে পুদুচেরি, সবার শেষে রয়েছে লাদাখ।
এই রিপোর্ট প্রকাশের পর টুইট করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি টুইটে জানান এই রিপোর্ট রাজ্যের মুকুটে আরও একটি নতুন পালক যোগ করল।