UPSC টপকাতে গিয়ে কেঁদে ফেলল চ্যাটজিপিটি,জানুন পুরো খবর।

chatgpt fails upsc exams 2022

২০২২ সালে শেষের দিকে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল চ্যাটজিপিটি (ChatGPT)। লঞ্চ হওয়ার পরেই বিশ্বের বুকে বেশ জনপ্রিয়তা লাভ করে এই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুলটি (AI Tool)। এটি কাজ করে অনেকটা গুগলের মতো। যেকোনো প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে বিস্তারিত দিতে সক্ষম এই চ্যাটজিপিটি। এটিকে মানুষ নিজের নিত্যদিনের কাজে ব্যবহার করতে শুরু করে যেমন কোনো জটিল অঙ্কের উত্তর খুঁজে দেওয়া,ইমেইল লেখা,কোডিং লেখা,পরীক্ষায় প্রশ্নের উত্তর খোঁজা,আর্টিকেল লেখা ইত্যাদি। এমন কি এই এআই (AI) টুল ব্যবহার করে অনেকেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানে চ্যাট জিটিপিকে নিষিদ্ধ করা হয়।

বিশেষজ্ঞ মহলে চ্যাটজিপিটিকে নিয়ে নানা তর্ক বিতর্ক শুরু হয়। অনেকেই চ্যাটজিপিটির পক্ষে কথা বলেছেন,আবার বিপক্ষেও কথা বলেছেন। অনেকেই এটিকে ভবিষ্যৎ বলেছে আবার অনেকেই এটিকে বন্ধ করার কথাও বলেছে। এখনও চ্যাটজিপিটি নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে বিশ্বে। আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুলের এমবিএ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে একে নিয়ে জোর চর্চা শুরু হয়। শুধু তাই নয় এটি ছাড়াও একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চ্যাটজিপিটি।

(আরও পড়ুন : Chat GPT : প্লে ষ্টোর ডাউনলোড করে ব্যবহার করছেন অ্যাপ ? আসল কাহিনি জানুন)

তবে সম্প্রীতি কালে একটি ঘটনা ভাইরাল হয়েছে। কিন্তু কিছু দিন আগেই অ্যানালিটিক্স ইন্ডিয়া ম্যাগাজিন (AIM) এই চ্যাটজিপিটি কে নিয়ে একটি পরীক্ষা করে। ভারতের ২০২২ সালের UPSC প্রিলিমস পরীক্ষার ১০০টি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় চ্যাটজিপিটিকে। কিন্তু এই পরীক্ষায় পাশ করতে ব্যর্থ হয় চ্যাটজিপিটি এবং মাত্র ৫৪ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয়। যার সাধারণ কাট-অফ স্কোর হল ৮৭.৫৪। এই পরীক্ষায় একাধিক বিষয় থেকে প্রশ্ন করা হয় যেমন, ইতিহাস,ভূগোল,অর্থনীতি,সাধারণ বিজ্ঞান,পরিবেশবিদ্যা ইত্যাদি। যদিও চ্যাটজিপিটির জ্ঞানের পরিধি ২০২১ সালের সেপ্টেম্বর মাস অব্দি তথ্য অনুসারে দেওয়া আছে। পরের কোনো তথ্য চ্যাটজিপিটির কাছে নেই এমনই জানিয়েছিল নির্মাতা সংস্থা। এই ঘটনা সামনে আসতেই অনেকেই নানা প্রশ্ন তোলেন। কেউ বলেন চ্যাটজিপিটির ভবিষ্যৎ অনিশ্চিত আবার কেউ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার পিছনে সীমিত জ্ঞানের পরিধিকে দায়ী করেন। এই নিয়ে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি এখনও কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *