Airtel 5G In West Bengal : পশ্চিমবঙ্গের ১৫টি শহরে 5G পরিষেবা চালু করলো এয়ারটেল।

0
airtel 5g launched in 15 more cities in west bengal

দেশে 5G ইন্টারনেট নিয়ে মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে। এরই মাঝে পশ্চিমবঙ্গ বাসীদের জন্য মাঝে খুশির খবর নিয়ে এলো এয়ারটেল (Airtel) কোম্পানি। এবার শিলিগুড়ির পরে পশ্চিমবঙ্গের আরও ১৫টি শহরে 5G পরিষেবা লঞ্চ করলো তারা। এই শহর গুলি হচ্ছে, ১) বহরমপুর, ২) ওল্ড মালদা, ৩) রায়গঞ্জ, ৪) দুর্গাপুর, ৫) বালুরঘাট, ৬) আলিপুরদুয়ার, ৭) দিনহাটা, ৮) আসানসোল, ৯) বর্ধমান, ১০) কোচবিহার, ১১) মেদিনীপুর, ১২) জলপাইগুড়ি, ১৩) দার্জিলিং, ১৪) ইসলামপুর, ১৫) খড়গপুর।

যে সমস্ত এয়ারটেল গ্রাহকদের 5G স্মার্টফোন আছে তারা যদি উপরে উল্লেখিত শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সম্পূর্ন ফ্রীতে Airtel 5G পরিষেবা উপভোগ করতে পারবেন। কোম্পানির ঘোষণা অনুযায়ী এই সমস্ত শহরের বাসিন্দারা ফ্রীতে 5G ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন। আর নতুন করে সিম ক্রয় করার দরকারও পরবে না। যদিও 5G ইন্টারনেটের খরচের বিষয়ে এখনোও অব্দি কোন ঘোষণা করেনি এয়ারটেল। ইতিমধ্যেই দেশের ১৩৫টি শহরের 5G পরিষেবা চালু করেছে এয়ারটেল। 5G সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ‘Airtel Thanks‘ অ্যাপ ডাউনলোড করুন।

(আরও পড়ুন : স্মার্টফোন নিয়ে বিশেষ ঘোষণা TRAI-এর;জানুন পুরো তথ্য)

অন্যদিকে ভারতেও আরও এক নামী টেলিকম সংস্থার রিলায়েন্স জিও এই পরিষেবা প্রদানের দৌড়ে টক্কর দিচ্ছে এয়ারটেল কে। তারাও পিছিয়ে নেই পশ্চিমবঙ্গে নিজেদের 5G পরিষেবার বিস্তার করতে। ইতিমধ্যেই তারা ১) দুর্গাপুর ২) আসানসোল ৩) শিলিগুড়ি এবং ৪) বর্ধমান। এই ৪টি শহরে 5G পরিষেবা চালু করেছে গ্রাহকদের জন্য।

এই লঞ্চের বিষয়ে পশ্চিমবঙ্গের এয়ারটেল কোম্পানির সিও অয়ন সরকার বলেছেন, “শিলিগুড়ি ছাড়াও বহরমপুর,ওল্ড মালদা,রায়গঞ্জ,দুর্গাপুর,বালুরঘাট,আলিপুরদুয়ার,দিনহাটা,আসানসোল,বর্ধমান,কোচবিহার,মেদিনীপুর,জলপাইগুড়ি, দার্জিলিং,ইসলামপুর এবং খড়গপুরে Airtel 5G Plus চালু করার ঘোষণা দিতে পেরে আমি রোমাঞ্চিত। এই ষোলটি শহরের এয়ারটেল গ্রাহকরা এখন থেকে আল্ট্রাফাস্ট নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন এবং বর্তমান 4G গতির চেয়ে ২০-৩০ গুণ দ্রুত গতি উপভোগ করতে পারবেন। আমরা সমস্ত শহরকে ফাইভ জি পরিষেবা দিয়ে আলোকিত করার প্রক্রিয়ার মধ্যে আছি যা গ্রাহকদের হাই-ডেফিনিশন ভিডিও স্ট্রিমিং,গেমিং,একাধিক চ্যাটিং,ফটোগুলির তাৎক্ষণিক আপলোডিং এবং আরও অনেক কিছুতে অতি দ্রুত অ্যাক্সেস উপভোগ করতে দেবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *