Airtel Recharge Price Hike : পকেটে কোপ ! দেড় গুন বাড়ল রিচার্জের খরচ।

বাড়ল এয়ারটেল প্রিপেইড প্ল্যানের দাম

এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল রিচার্জ প্ল্যানের দাম,এবার থেকে এয়ারটেল গ্রাহকদের পকেট থেকে বের করতে হবে অতিরিক্ত টাকা। দাম বাড়ানোর বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিল এয়ারটেল কোম্পানির চেয়ারম্যান সুনীল মিত্তল। তবে চিন্তার কারণ নেই,শুধু মাত্র একটি মাত্র প্ল্যানের দাম বাড়িয়েছে তারা। দাম বৃদ্ধির আগে এয়ারটেলের সব থেকে কম মূল্যের রিচার্জ প্ল্যানটি ছিলো ৯৯ টাকার। এবার সেই প্ল্যানের দাম বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়েছে। অর্থাৎ এক ধাক্কায় ৫৬ টাকা দাম বেড়ে গেল এই প্ল্যানের। এর আগে ২০২১ সালে এয়ারটেল তাদের সমস্ত রিচার্জ প্ল্যানের দাম ২৫% অব্দি বাড়িয়েছিল। একটি ফোনের সিম কে চালু রাখতে বা কল করতে নূন্যতম ৯৯ টাকা রিচার্জ করতে হতো যা এখন ১৫৫ টাকা হয়ে গেছে,ফলে সাধারণ মানুষের পক্ষে খরচা আবারও অনেকটা বেড়ে গেল।

তবে এই প্ল্যানের দাম বৃদ্ধি শুধু মাত্র কোম্পানির ঘোষণা করা নির্দিষ্ট কিছু রাজ্যের জন্য করা হয়েছে। প্রথমে ওড়িশা ও হরিয়ানা এই দুটি রাজ্যে দাম বৃদ্ধি করা হয়। পরে অন্ধ্রপ্রদেশ,বিহার,হিমাচল প্রদেশ,কর্ণাটক,নর্থ ইস্ট, রাজস্থান,উত্তরপ্রদেশ এইসব রাজ্য গুলিতেওতেও রিচার্জের দাম বৃদ্ধি করা হয়। তবে পশ্চিমবঙ্গে মানুষের জন্য এখনও অব্দি দাম বৃদ্ধির কোনো খবর আসেনি। অর্থাৎ আগের ৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারবেন। তবে মনে করা হচ্ছে খুব বেশি দেরি নেই ৯৯ টাকার প্ল্যান ১৫৫ টাকা হতে।

(আরও পড়ুন : এবার শুধুমাত্র আধার নম্বর দিয়ে করুন টাকা লেনদেন,জানুন সহজ পদ্ধতিটি)

এয়ারটেল কোম্পানির এক কর্মকর্তা বলেছেন ‘গ্রাহকদের আরও ভাল অভিজ্ঞতা প্রদানের উপর আমাদের ফোকাসের সাথে সামঞ্জস্য রেখে,আমরা মিটারড ট্যারিফ বন্ধ করে দিয়েছি এবং আনলিমিটেড ভয়েস,1GB ডেটা এবং 300 SMS সহ একটি এন্ট্রি লেভেল ১৫৫ টাকার প্ল্যান চালু করেছি। গ্রাহকরা এখন কোনো বাধা ছাড়াই এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন। আমরা বিশ্বাস করি এই পরিকল্পনাটি আরও নমনীয়তা,সুবিধা এবং উচ্চতর মূল্য প্রদান করবে’।

তবে বাকি প্ল্যানগুলির দাম কবে বৃদ্ধি পাবে সে বিষয়ে এখনও অব্দি কোনো খবর জানা যায়নি। দেশের বাকি রাজ্যেগুলি এই প্ল্যান বৃদ্ধির লিস্টে কবে যোগ হবে সে বিষয়েও কোনো খবর জানা যায়নি।

১৫৫ টাকার প্ল্যানে কি কি সুবিধা পাবেন :

এই প্ল্যানের ক্ষেত্রে আপনি পাবেন ১জিবি ডেটা,আনলিমিটেড লোকাল ও STD কল এবং ৩০০ টি এসএমএস সুবিধা। এই প্ল্যানের মেয়দা কমিয়ে ২৪ দিন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *