Indian Version ChatGPT : বড় ঘোষণা! আসছে চ্যাটজিপিটির ভারতীয় সংস্করণ।

0
indian version of chatgpt

চ্যাটজিপিটি (ChatGPT) নামটা এখন প্রায় সকলকেই জানা। আর জানবে না কেন ? যেদিন থেকে এই চ্যাটবটটি লঞ্চ হয়েছে সেই দিন থেকেই টেকনোলজি জগতে প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে চ্যাটজিপিটি। এবার সেই চ্যাটজিপিটি নিয়ে বড়ো ইঙ্গিত দিলেন ভারতের কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গত সোমবার নতুন দিল্লির তাজ প্যালেসে অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়া গ্লোবাল ফোরামের বার্ষিক শীর্ষ সম্মেলন। এই সম্মেলনে অশ্বিনী বৈষ্ণব সহ উপস্থিত ছিলেন পীযূষ গোয়েল,স্মৃতি ইরানি,ভূপেন্দর যাদব,শেরপা অমিতাভ কান্ত এর মত বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীরা।

এই দিন চ্যাটজিপিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) নিয়ে সাংবাদিকরা অশ্বিনী বৈষ্ণবকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, বড় ঘোষণা আসবে।’ এই বিষয়ে বিস্তারিত ভাবে তিনি কোনো কিছু বলতে চাননি। তিনি আরও বলেন ভারতে বড়ো একটা কিছুর ঘোষণা হতে চলছে আপনারা অপেক্ষা করুন।’ এর থেকে আমরা ধারণা করে নিতেই পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)ও চ্যাটজিপিটি (Indian Version ChatGPT) নিয়ে বড়ো কিছু একটা আসতে চলেছে ভারতীয়দের জন্য।

(Bike Driving Rules : চপ্পল পড়ে বাইক চালালে দিতে হবে জরিমানা ? বাইক সংক্রান্ত সঠিক নিয়ম জেনে নিন)

চ্যাটজিপিটি লঞ্চ হওয়ার পরে বিশ্বের বাজারে যেন এআই (AI) রেস চালু হয়েছে। ওপেনএআই চ্যাটজিপিটি লঞ্চ করার পরে গুগলও বার্ড নামক নিজস্ব এআই চ্যাটবট লঞ্চ করে অন্যদিকে মাইক্রোসফট বিং নামে চ্যাটবট লঞ্চ করে। এছড়াও অন্যান্য বড়ো টেক সংস্থা গুলি এআই টুল লঞ্চ করে চলেছে,আবার অনেকে এর জন্য প্রস্তুতি নিচ্ছে। গ্র্যান্ড ভিউ রিসার্চের এক রিপোর্ট অনুসারে ২০৩০ সালের মধ্যে বিশ্ব চ্যাটবট মার্কেট ৩.৪৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

আজ বিশ্বের টেকনোলজি বাজারে ভারতবর্ষের নাম অন্যতম। আগের তুলনায় ভারত টেকনোলজি ও স্টার্টআপ দুনিয়াতে নিজের পা কে আরও শক্ত করেছে। এই বিষয় অশ্বিনী বৈষ্ণব বলেন,’একটা সময় ছিলো যখন ভারত শুধু মাত্র টেকনোলজির ব্যবহার করতো,কিন্তু নতুন উৎপাদন করতো না। কিন্তু বর্তমানে ভারতবর্ষের সাথে বিশ্বের অন্যান্য বড়ো বড়ো স্টার্টআপ ও টেক কোম্পানি গুলি নিজেদের জুড়তে চাইছে,ভারতীয় ডেভেলপারদের নিজেদের কোম্পানিতে যুক্ত চাইছে,ভারতকে তাদের পাশে নিয়ে কাজ করতে চাইছে।”

বর্তমানে বেশির ভাগ বিদেশি কোম্পানি যেমন গুগল,মাইক্রোসফট,ইউটিউব,স্টারবাক্স,আইবিএম ইত্যাদির উচ্চপদে নিয়োজিত ভারতীয়রা। তাদের হাতেই নিয়ন্ত্রিত হচ্ছে এই সমস্ত কোম্পানিগুলি।

ইতিমধ্যেই ভারতে 5G লঞ্চের মাত্র ৪-৫ মাস পরেই 6G লঞ্চের বিষয়ে বড়ো ঘোষণা করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। সামনে ৪-৫ বছরের মধ্যেই ভারতে 6G ইন্টারনেট চালু করার কথা বলেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *