Ramadan 2023 : পবিত্র রমজান মাস উপলক্ষে ৩০ দিন ছুটি স্কুল,কলেজ।
সৌদি আরব,কাতার,কুয়েত,দুবাই সহ মধ্যে প্রাচ্যের দেশ গুলিতে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সেখানে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে রোজা। অন্যদিকে ভারত,বাংলাদেশ,পাকিস্তানসহ উপমহাদেশের দেশগুলিতে শুক্রবার থেকে শুরু হয়েছে রোজা,যা চলবে টানা ৩০ দিন বা ২৯ দিন।
রমজান মাস (Ramadan 2023) উপলক্ষে সরকারি স্কুল ও কলেজ গুলিতে টানা ৩০ দিন ছুটি ঘোষণা করল বাংলাদেশ শিক্ষা দপ্তর। বাংলাদেশ শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে সারা বাংলাদেশের সমস্ত সরকারি কলেজ ও মাধ্যমিক স্কুল গুলিতে ছুটি (Ramzan Holiday In Bangladesh) শুরু হবে ২৩ মার্চ থেকে যা চলবে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত। এই সময়ের মধ্যেই ইস্টার স্যাটারডে,চৈত্র সংক্রান্তি,বাংলা নববর্ষ,জুমাতুল বিদা,বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে। গণশিক্ষা মন্ত্রণালয় অধীনস্থ প্রাথমিক স্কুল ও প্রাথমিক স্কুল গুলিতে রমজানের ছুটি কার্যকর করা হবে ৭ই এপ্রিল থেকে অর্থাৎ ১৫ টা রোজার পর থেকে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকা মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে ২৩ শে মার্চ থেকে। মাদ্রাসাগুলিতে রমজান মাসের ছুটি শুরু হয়েছে বুধবার থেকে। বাংলাদেশ শিক্ষা দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে শিক্ষাবর্ষের শুরুতেই সব স্কুলগুলিতে ছুটির তালিকা পাঠানো হয়েছে,সেই তালিকা ধরেই গত বছরের মত এবারও রমজান মাসে ছুটি ঘোষণা করা হল।
(Mental Health Of Students : মানসিক অবসাদ রোধে নির্দেশিকা জারি শিক্ষা মন্ত্রকের)
তবে প্রাথমিক স্কুলগুলিতে ছুটি ৭ এপ্রিল থেকে আরম্ভ হওয়ায় অভিভাবক ও শিক্ষক,শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটেছে। তারা মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও কলেজের ছুটির সঙ্গে মিল রেখে প্রাথমিকের ছুটি নির্ধারণের দাবি জানিয়েছেন। ছুটির সংখ্যা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন তারা। দুটি পৃথক শিক্ষা মন্ত্রকের হাতে রয়েছে দেশের প্রাথমিক স্কুলগুলি,যার ফলে স্কুলের ছুটির দিনসংখ্যা নয়,পঠন পাঠন,শিক্ষক নিয়োগ,স্কুল পরিচালনা ইত্যাদি ক্ষেত্রে চোখে পড়ছে সমন্বয়ের অভাব।