CBSE Syllabus : যুক্ত হচ্ছে ৩৩ টি নতুন বিষয়,শেখানো হবে এআই,কোডিং,ডেটা সায়েন্স।
বর্তমান যুগ হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। চিকিৎসা থেকে শুরু করে কৃষিকাজ সর্বত্র ব্যবহৃত হচ্ছে কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence)। কিছুদিন আগে সারা বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল চ্যাটজিপিটি যা এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির উপর ভিত্তি করেই তৈরী করা। প্রযুক্তির উন্নতির সাথে সাথে পড়ুয়াদের সিলেবাসেও ঢুকে পড়েছে এআই। বিদেশের উচ্চশিক্ষার পাশাপাশি স্কুল স্তরের সিলেবাসেও পড়ানো হচ্ছে এআই।
এবার থেকে ভারতের সিবিএসই বোর্ডও যুগের সঙ্গে তাল মিলিয়ে পাঠক্রমে পরিবর্তন করল। নতুন জাতীয় শিক্ষা নীতির আওতায় এআই সহ মোট ৩৩ টি নতুন যুগোপযোগী বিষয় যুক্ত করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE)। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছাড়াও পড়ানো হবে ডেটা সায়েন্স,কোডিং,স্যাটেলাইট আপ্লিকেশন স্টাডি,আগমেন্টেড রিয়েলিটি,কাশ্মীরি এমব্রয়ডারি সহ ৩৩ টি নিত্য নতুন বিষয়। এতদিন সিবিএসই বোর্ডের আওতায় এআই ও কোডিং কেবলমাত্র নবম ও দশম শ্রেণীতে পড়ানো হত। এবার স্বষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতেও তা পড়ানো হবে বলে জানিয়েছে সিবিএসই।
(HS Syllbus : পড়ান হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,ডেটা সায়েন্স;বিজ্ঞপ্তি দিয়ে জানাল সংসদ)
২০২০ সালে জাতীয় শিক্ষা নীতি পরিবর্তন করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। নতুন জাতীয় শিক্ষা নীতিতে পড়ুয়াদের দক্ষতা উন্নয়নের মত বিষয়ের দিকেও নজর দিতে চায় কেন্দ্র। সেই কারণেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,ডেটা সাইন্স,কোডিং এর মত বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন যুক্ত বিষয়গুলির উপর প্র্যাকটিকাল ক্লাসও করতে পারবে পড়ুয়ারা। সিবিএসই সূত্রে জানা গেছে ৩০ শতাংশ থিওরি ও ৭০ শতাংশ প্র্যাকটিকাল শেখাতে হবে স্কুলগুলিকে যাতে করে পড়ুয়ারা বাস্তব জীবনে ব্যাবহারিক প্রয়োগের উপর জ্ঞান অর্জন করতে পারে।
সম্প্রতি সিবিএসসির দেখানো পথে হেটে পশ্চিমবঙ্গের স্কুল গুলিতে চলতি শিক্ষাবর্ষ থেকে পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স। এই মর্মে ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কতৃক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে চলতি শিক্ষাবর্ষে কেবলমাত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়ানো হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স। যে সব স্কুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স পড়তে ইচ্ছুক তাদেরকে ২ রা মে থেকে ৩০ জুনের ভিতর কয়েক দফা শর্ত পূরণ করে আবেদন জানানোর নির্দেশ প্রকাশিত নির্দেশিকায় জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।