ভার্চুয়াল বৈঠকে সমগ্র শিক্ষা মিশন অভিযান প্রকল্পের আওতায় শিক্ষা খাতে বিপুল টাকা বরাদ্দ করল কেন্দ্র সরকার।

0
samagra shiksha abhiyan

বিভিন্ন প্রকল্পের কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে রাজ্য ও কেন্দ্রের সংঘাত সর্বজনবিদিত। রাজ্যের ক্ষমতাশীল তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের প্রায়ই কেন্দ্রীয় বরাদ্দ মিলছে না বলে অভিযোগ করতে দেখা যায়,অন্যদিকে রাজ্য বিজেপির নেতারা কেন্দ্রের কাছে নালিশ জানান কেন্দ্রের দেওয়া বরাদ্দ টাকা নিয়ে আর্থিক দুর্নীতির,আবার কখনও অভিযোগ ওঠে কেন্দ্রের প্রকল্পকে রাজ্যের নামে চালানোর। তারই মধ্যে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফ থেকে রাজ্যকে সমগ্র শিক্ষা মিশন অভিযান খাতে ২৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হল। আরও ২৪৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে রাজ্যে ১৯৪৫ সালের আগে তৈরি ৫০০ টিরও বেশি স্কুলের পরিকাঠামো উন্নতিতে। এই বরাদ্দ অর্থের ৬০ শতাংশ দেবে কেন্দ্র সরকার ও বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য সরকার।

আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। এই বরাদ্দকৃত টাকা রাজ্যের স্কুলগুলি পরিচালনার জন্য কাজে লাগানো হবে। স্কুল পড়ুয়াদের পোশাক কেনা,প্যারা টিচারদের বেতন দেওয়া,স্কুলের মিড ডে মিল কেন্দ্রগুলির উন্নতি,ছাত্র ছাত্রীদের বই কেনা ইত্যাদি খাতে এই টাকা খরচ করা হবে বলে জানা গেছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এই বিপুল পরিমান টাকা সঠিকভাবে খরচ হচ্ছে কিনা তা তদারকি করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

(আরও পড়ুন : ঘরে বসেই হবে আধার কার্ডের সব সমস্যার সমাধান; নতুন পরিষেবা নিয়ে এল UIDIA)

শুক্রবার রাজ্যের অফিসারদের সাথে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধিকারিকদের এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই ভার্চুয়াল বৈঠকে রাজ্যের অফিসারদের পেশ করা প্রেজেন্টেশনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধিকারিকরা সন্তোষ প্রকাশ করেন। তার পরই তারা রাজ্যের আর্থিক বরাদ্দ অনুমোদন করে দেন।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় রাজ্যে আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল,তারা ফিরে যেতে না যেতেই রাজ্যের স্কুল গুলিতে মিড ডে মিলে দুর্নীতি,নিম্ন মানের,কম খাবার দেওয়ার অভিযোগে আবার নতুন করে দল পাঠায় কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও রাজ্যের বিগত তিন বছরের মিড ডে মিলের বরাদ্দ টাকার অডিটের নির্দেশ দেওয়ায় শুরু হয় রাজনৈতিক চাপানউতর। সেই আবহে রাজ্যের শিক্ষা খাতে বিশাল পরিমান কেন্দ্রীয় বরাদ্দ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। জানা যাচ্ছে শুধুমাত্র এই রাজ্য নয়,সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যের স্কুল গুলির পরিকাঠামো মজবুত করতে সমগ্র শিক্ষা মিশনের আওতায় অনুদান প্রদান করবে কেন্দ্র সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *