Voter Card Aadhaar Card Link : বাড়ল ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করার সময়।
আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক (Voter Card Aadhaar Card Link) করার সময়সীমা আরও ১ বছরে বাড়িয়ে দিলো কেন্দ্র সরকার। এর আগে আধার ও ভোটার লিঙ্ক করার শেষ তারিখ ছিল ১ এপ্রিল, ২০২৩ অবধি কিন্তু এখন সেটি বাড়িয়ে ৩১ মার্চ ২০২৪ অবধি করেছে কেন্দ্র সরকার।
এই বিষয়ে নির্বাচন কমিশন একটি বিবৃতিতে জানিয়েছে “লিঙ্কিং প্রক্রিয়া প্রকৃতিগতভাবে বাধ্যতামূলক নয় তবে। একের বেশি নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার একই ব্যক্তির নাম নিবন্ধন শনাক্তকরণে সহায়তা করে”।
(Biometric Attendance : দিতে হবে মুখের ছবি ও আঙ্গুলের ছাপ,চালু হচ্ছে বায়োমেট্রিক সিস্টেম)
২০২১ সালে ডিসেম্বর মাসে লোকসভায় একটি নির্বাচনী আইন বিল পাস হয়। এতে ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক করার জন্য দেশের নাগরিকদের নির্দেশ দেয় সরকার।
যে দিন থেকে এই বিল পাস হয়েছে সরকার প্রায় আধার ও ভোটার লিঙ্কের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করছে। অনেকেই এমন আছেন যাদের আধার ও ভোটার বিষয়ে নানা সমস্যা আছে আবার অনেকের আধার ও ভোটার লিংক প্রক্রিয়া এখনও অব্দি শেষ করতে পারেনি। সকলের সুবিধার কথা ভেবে এই লিঙ্ক করার সময়সীমাকে অনেকটাই বাড়িয়েছে সরকার। যাতে মানুষ ধীরে সুস্থে কাজটি সম্পন্ন করতে পারে।
ইতিমধ্যেই এই বিষয়ে সরকার বছরের বিভিন্ন সময়ে প্রচারকার্য চালাচ্ছে যাতে সকলের কাছে খবরটি পৌঁছায় এবং এই বিষয়টিকে মানুষ গুরুত্ব দেয়।
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করার জন্য যে যে জিনিস গুলি অত্যাবশ্যক :
১) ভোটার হেল্পলাইন অ্যাপ।
২) ভোটার আইডি নম্বর বা এপিক নম্বর।
৩) আধার নম্বর।
ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে কি ভাবে আধার ও ভোটের কার্ড লিংক করবো ?
১) প্রথমে প্লেস্টোর থেকে Voter helpline নামক অ্যাপটি ডাউনলোড করুন। অ্যাপটি ওপেন করুন।
২) আপনার পছন্দমত ভাষা বেছেনিন।
৩) এবার Voter Registration নামক অপশনে ক্লিক করুন।
৪) এর পরে ‘Electoral Authentication Form (Form No 6B)’ অপশনে ক্লিক করুন। তার পরে Next ক্লিক করুন।
৫) এবার আপনার আধার কার্ডে সঙ্গে যে নম্বরটি লিংক করা আছে সেটি লিখে Send OTO অপশনে ক্লিক করুন।
৬) সেই নম্বরে একটি ওটিপি আসবে সেটিকে লিখে ভেরিফাই অপশনে ক্লিক করুন।
৭) এবার আপনার সামনে দুটি অপশন আসবে
প্রথম Yes, I have voter id number অর্থাৎ আপনার কাছে ভোটার আইডি নম্বর আছে।
দ্বিতীয় No, I don’t have voter id number মানে আপনার কাছে ভোটার আইডি নম্বর নেই। আপনি প্রথম বিকল্পে ক্লিক করুন।
৮) আপনার ভোটার আইডি নম্বর লিখুন। আপনি যে রাজ্যে বাস করেন সেটা বেছে নিন। এবার Fetch details নামক অপশনে ক্লিক করুন।
৯) আবার আপনার সামনে ভোটার কার্ডের তথ্য চলে আসবে। আপনি নিচে Next অপশনে ক্লিক করুন।
১০) এর পরে আপনার সামনে ফর্ম নম্বর ৬বি খুলে যাবে যেখানে আপনাকে আপনার আধার নম্বর,মোবাইল নম্বর, ইমেইল আইডি এবং আপনি যে স্থানে বাস করেন সেই স্থানের নাম লিখতে হবে। আবার Done অপশনে ক্লিক করুন।
১১) আবার আপনার সামনে ফর্ম ৬বি খুলে যাবে। আপনি চাইলে ফর্মে দেওয়া তথ্য গুলিকে এডিট করতে পারেন। এবার Confirm অপশনে ক্লিক করুন তাহলেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক সফল হবে। শেষ আপনার কাছে একটি রেফারেন্স নম্বর আসবে যা দিয়ে আপনি পরবর্তিতে লিংক সফল হল কিনা জানতে পারবেন।