EV Charging Stations : ৮০০ কোটি টাকায় সাত হাজারের বেশি সুপার ফাস্ট ইভি চার্জিং স্টেশন বসাতে চলেছে সরকার।

0
EV Charging Stations

সাম্প্রতিককালে ইভি বা ইলেকট্রিক গাড়ির (Electric Vehicles) চাহিদা ভারতবর্ষে দিন দিন বাড়ছে। বিগত বছরে অর্থাৎ ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে ভারতে ৩৫০টির ও বেশি ইভি প্রস্তুতকারক সংস্থা আছে। তার মধ্যে অন্যতম নাম গুলি হলো টাটা মোটরস,জেবিএম অটো,অলেক্ট্রা গ্রীনটেক,মাহিন্দ্রা ইলেকট্রিক মোবিলিটি,ওলা ইলেকট্রিক মোবিলিটি, অশোক লেল্যান্ড ইলেকট্রিক ইত্যাদি।

বিগত কিছু বছরে দেশে যানবাহনের পরিমাণ আগের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। আর এই সমস্ত যানবাহন থেকে নির্গত ধোয়া পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এই বিষয়ে আবহাওয়াবিদরাও সতর্ক করেছে। তাই পেট্রোল ও ডিজেল দ্বারা চালিত গাড়ির তুলনায় ইলেকট্রিক গাড়িকে চালাতে উৎসাহ দিচ্ছে সরকার। তবে ইলেকট্রিক গাড়ির অন্যতম একটি সমস্যা হলো দেশে পর্যাপ্ত পরিমাণে ইলেকট্রিক চার্জিং স্টেশনের অভাব। আর এই অভাব দুর করতেই ভারত সরকার ৮০০ কোটি টাকার একটি প্রজেক্ট ঘোষণা করেছে। এই প্রজেক্টের আওতায় সারা দেশে আরও চার্জিং স্টেশন বসানোর পরিকল্পনা করা হয়েছে।

(Kolkata Yellow Taxi : হারিয়ে যেতে বসা হলুদ ট্যাক্সি বাঁচাতে নতুন উদ্যোগ সরকারের)

ভারতে ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রি তরফ থেকে ঘোষণা করা হয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে ৭৪৩২টি নতুন ইভি ফাস্ট চার্জিং স্টেশন বসানো হবে। আর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ইন্ডিয়ান অয়েল,ভারতে পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়ামকে। তারাই এই সমস্ত চার্জিং স্টেশনগুলি গড়ে তুলবে।

বর্তমানে ভারতে ১৯৭টি শহরে প্রায় ৬৫০০টির মতো ইভি চার্জিং স্টেশন (EV Charging Stations) আছে যা এতো বড়ো দেশের জন্য যথেষ্ট নয়,তাই সরকার আরও চার্জিং স্টেশন বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সমস্ত চার্জিং এর জায়গা গুলিতে সুপার ফাস্ট চার্জিং টেকনোলজির ব্যবহার করা হবে। শুধু তাই নয় এই সমস্ত চার্জিং স্টেশন থেকে দুচাকা ও চারচাকা উভয় গাড়িকে আপনি চার্জ করতে পারবেন।

(UPI Charges : আর ফ্রী নয়,১ লা এপ্রিল থেকে ইউপিআই লেনদেনে দিতে হবে চার্জ)

এই সমস্ত চার্জিং স্টেশন গুলি বসানো হবে দেশে বড়ো বড়ো শহর ও জনবহুল এলাকা গুলিতে। এছাড়াও বিভিন্ন হাইওয়ে,এক্সপ্রেসওয়ে,মেট্রো স্টেশনের মতো জায়গায় গুলিতে এই চার্জিং স্টেশন গুলি বসানো হবে। পাহাড়ি অঞ্চলেও চার্জিং স্টেশন বসানোর ব্যবস্থা করা হবে। ভারত সরকারের পরিকল্পনা অনুসারে ২০৩০ সালের মধ্যে দেশে ১ লক্ষেরও বেশি চার্জ স্টেশন স্থাপন করা হবে।

ইতিমধ্যেই ভারতে অনেকগুলি চার্জিং স্টেশন প্রস্তুতকারক কোম্পানি চালু হয়েছে যারা দেশে বিভিন্ন শহরে চার্জিং স্টেশন স্থাপন করেছে। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য নাম গুলি হলো টাটা পাওয়ার,চার্জ জোন,আথার এনার্জি,চারজার এবং স্ট্যাটিক। ভারতে ইভি যে এক অন্য উচ্চতায় পৌঁছাতে চলেছে সেটা আর বলার রাখে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *