GDS Result 2023 : প্রকাশিত হল জিডিএস পরীক্ষার ফলাফল,জানুন বিস্তারিত।

0
India Post GDS Result 2023

প্রকাশিত হল ভারতীয় জিডিএস ২০২৩ পরীক্ষার রেজাল্ট (GDS Exam Result 2023)। ১১ মার্চ (শনিবার) ভারতীয় ডাক বিভাগ সারা ভারতের ২৩ টি সার্কেলের জিডিএস বা গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak) ২০২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গ সার্কেলের থেকে যে সকল পরীক্ষার্থী আবেদন করেছিলেন তারা নিচে দেওয়া পদ্ধতি থেকে সহজেই রেজাল্ট চেক করতে পারবেন।

জিডিএস পরীক্ষার রেজাল্ট (India Post GDS Result 2023) চেক করার পদ্ধতি :

  • প্রথমে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in আসতে হবে।
  • ওয়েবসাইটের হোমপেজের বাম দিকে Shortlisted Candidates অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপনার সার্কেল (Circle) সিলেক্ট ক্লিক করলেই ওই সংশ্লিষ্ট সার্কেলের সম্পূর্ণ মেরিট লিস্ট আপনার ডিভাইসে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে (India Post GDS Result 2023 PDF Download)।
  • আপনার নাম মেরিট লিস্টে আছে কি না সহজে জানতে আপনার রোল নাম্বারটি কপি করে ডাউনলোড করা পিডিএফএর উপর গিয়ে ctrl+f টাইপ করে ফাঁকা জায়গায় আপনার রোল নাম্বার লিখুন।

(WBCS Syllabus Change : আমুল বদলে যাবে ডব্লিউবিসিএসের সিলেবাস ? কি কি বদল হতে পারে ?)

পশ্চিমবঙ্গ সার্কেলের জন্য মোট শূন্যপদ ছিল ২১২৭,যেখানে সারা ভারতে শূন্যপদের সংখ্যা ছিল ৪০৮৮৯ টি। শুধুমাত্র অনলাইন মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল ২৭ জানুয়ারি,ফর্ম ফিল আপের শেষ তারিখ ছিল ১৬ ফেব্রুয়ারী। ফর্ম ফিল আপের সময় কোন ভুল হলে তা এডিট করার জন্য সময় দেওয়া হয়েছিল ১৭ ফেব্রুয়ারী থেকে ১৯ ফেব্রুয়ারী। সাধারণ শ্রেণীর আবেদনকারীদের জন্য আবেদন ফী ধার্য করা হয়েছিল ১০০ টাকা,সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীদের বিনামূল্যে আবেদনের সুযোগ দেওয়া হয়েছিল। আবেদনের করার জন্য আবেদনকারীকে দেশের যে কোন সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে অঙ্ক ও ইংরেজি সহ দশম শ্রেণী পাশ হতে হবে,দশম শ্রেণী পর্যন্ত পড়া থাকতে হবে ওই সার্কেলের আঞ্চলিক ভাষা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *