Krishak Bandhu Status Check : দেখে নিন নতুন পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্যবাসির সুবিধার্থে বিভিন্ন প্রকল্প চালু করেছেন যা থেকে রাজ্যের সকল শ্রেণীর বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণী কোন না কোন সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে চালু থাকা সকল প্রকল্পের মধ্যে অন্যতম হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় কৃষি জমির মালিকরা বছরে ৪ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন। যে সকল ব্যাক্তির মোট চাষযোগ্য জমির পরিমান ১ একরের কম তারা প্রতি বছর ৪ হাজার টাকা করে ও যাদের মোট চাষযোগ্য জমির পরিমান ১ একরের বেশি তারা প্রতি বছর ১০ হাজার টাকা করে পেয়ে থাকেন। এই টাকা প্রতি বছর দুই কিস্তিতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করা হয়।
(আরও পড়ুন : জেনে নিন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার শেষ তারিখ;না হলে বাতিল হবে কার্ড)
এই কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম আপ্প্রুভ হল কিনা,টাকা কবে ঢুকবে ইত্যাদি জানা যায় প্রকল্পের স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) করার মাধ্যমে। কিছুদিন আগে পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস অতি সহজেই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভোটার কার্ড নম্বর দিলেই জানা যেত। কিন্তূ বর্তমানে এই সুবিধা বন্ধ রয়েছে,সমস্যায় পড়ছেন এই প্রকল্পে আবেদন করা জমির মালিকরা। আজ আপনাদের জানাবো কিভাবে নতুন পদ্ধতি ব্যবহার করে জানতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস।
নতুন পদ্ধতিতে জেনে নিন আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস :
- প্রথমে আপনাকে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের নিচের দিকে হেল্পলাইন অপশনে ক্লিক করলে দুটি নম্বর দেখাবে। নম্বর দুটি হল ৮৫৯৭৯৭৪৯৮৯/৬২৯১৭২০৪০৬। সপ্তাহের যে কোন দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে এই নম্বর দুটি তে কল করলে কৃষক বন্ধু প্রকল্প সমন্ধে যে কোন তথ্য জানা যাবে।
- ইমেইল পাঠিয়েও জানা যাবে সমস্যার সমাধান। আপনার পুরো সমস্যাটি লিখে কৃষক বন্ধু প্রকল্পের ইমেইল আইডি [email protected] এ পাঠাতে হবে।
- হেল্পলাইন নম্বরে কল করে বা ইমেইল পাঠিয়ে কাঙ্খিত সমস্যার সমাধান না হলে নিকটবর্তী কিষানমান্ডি অথবা কৃষি দপ্তরের অফিসে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে যেতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকে ভোটার কার্ডের নম্বর জানালেই তিনি স্ট্যাটাস চেক করে বলে দেবেন।