UGC Net Result 2023 : প্রকাশিত হল ইউজিসি নেট ২০২৩ পরীক্ষার ফলাফল।

0
UGC Net Result 2023

আজ অর্থাৎ ১৩ এপ্রিল প্রকাশিত হল ইউজিসি নেট (UGC Net 2023 Result) পরীক্ষার রেজাল্ট। গতকাল ইউজিসির চেয়ারম্যান মামিদালা জাগদীশ কুমার টুইট করে ইউজিসি নেট পরীক্ষার রেজাল্ট প্রকাশের খবর জানান। চলতি বছরের ২১ ফেব্রুয়ারী থেকে ১৫ ই মার্চ অনুষ্ঠিত হয়েছিল নেট পরীক্ষা (NET Exam 2023)।

এবারে ৮ লাখ ৩৪ হাজার ৫৩৭ জন পরীক্ষার্থী নেট পরীক্ষায় বসেন। সারা দেশ জুড়ে ১৮৬ টি শহরের ৬৬৩ টি পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হয় নেট ২০২৩। মোট ৮৩ টি বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হয়। নেট পরীক্ষার আনসার কি আগেই প্রকাশ করেছে এনটিএ (NTA)। গত ৬ এপ্রিল এনটিএ কতৃক প্রকাশ করা হয় নেট পরীক্ষার আনসার কি। ওই আনসার কি এর উপর ভিত্তি করেই প্রকাশ করা হবে নেট পরীক্ষার ফলাফল। এনটিএ সূত্রে জানা গেছে ফলাফলের পাশাপাশি উত্তীর্ণ পরীক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে ই-সার্টিফিকেট এবং ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবে।

(SBI Asha Scholarship 2023 : তাড়াতাড়ি আবেদন করুন,বছরে মিলবে ৪ লাখ টাকার উপর)

এনটিএ (NTA) কতৃক আয়োজিত নেট পরীক্ষা হল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে জুনিয়র রিসার্চ ফেলোশিপ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

কিভাবে দেখবেন নেট পরীক্ষার রেজাল্ট :

  • প্রথমে ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in যেতে হবে।
  • হোমপেজে “Check UGC NET Result 2023” অপশনে ক্লিক করতে হবে।
  • এবার পরীক্ষার্থীর এপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে।
  • এর পরের ধাপে ক্যাপচা কোড দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে।
  • এবার UGC NET Result 2023 আপনার স্ক্রিনে ফুটে উঠবে। ভবিষ্যতে সুবিধার জন্য আপনার ডিভাইসে রেজাল্টটি ডাউনলোড করে রেখে দিন।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *