১৪২২ জন প্রার্থীর নাম প্রকাশ করল WBPSC;দেখে নিন ফায়ার অপারেটর পদের ফলাফল।

0
WBPSC Fire operator 2018 Final Merit List

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশ করা হল ফায়ার অপারেটর নিয়োগের ফাইনাল মেরিট লিস্ট। সর্বমোট ১৪২২ জন সফল প্রার্থীর নাম,রোল নম্বর পিডিএফ আকারে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)।

এর আগে গত ২৩ ডিসেম্বর ২০১৮ সালে অনুষ্ঠিত ফায়ার অপারেটর পদে নিয়োগের (PSC Fire Operator Recruitment 2018) উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস ও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ দুর্নীতির অভিযোগ ক্ষতিয়ে দেখে প্যানেল বাতিলের নির্দেশ দেয়। প্রায় ২০৩ চাকরি প্রার্থী একযোগে কলকাতা হাইকোর্টে দুর্নীতির অভিযোগ জানায়। তাদের অভিযোগ ২০১৮ সালে প্রথমে লিখিত ও পরে মৌখিক পরীক্ষা পদ্ধতিতে ১৫০০ দমকল অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন,কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায় অনেক অসংরক্ষনের আওতায় থাকা প্রার্থীকে সংরক্ষিত তালিকায় স্থান করে দিয়ে নিয়োগ দেওয়া হয়। আবার অনেক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দেওয়া হয়। অভিযোগকারী প্রার্থীদের সকল অভিযোগ শুনে আগামী দুই মাসের মধ্যে সঠিক ও স্বচ্ছ প্যানেল প্রকাশের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

(SSC GD 2023 Result : জেনে নিন কিভাবে দেখবেন পরীক্ষার রেজাল্ট)

কিভাবে চেক করবেন দমকল অপারেটর পদের ফলাফল :

  • প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in ভিসিট করতে হবে।
  • হোমপেজে ‘Whats New’ অপশনের নীচে ‘View All’ অপশনে ক্লিক করুন।
  • এরপরে তিন নম্বর পিডিএফটি ডাউনলোড করুন।
  • আপনার সামনে ১৪২২ জনের মেরিট লিস্ট খুলে যাবে। এবার আপনার নাম মেরিট লিস্টে (WBPSC Fire Operator 2018 Merit List PDF Download) আছে কিনা সহজে খুঁজে পেতে ctrl+f টিপে ফাঁকা জায়গায় আপনার নাম অথবা রোল নম্বর লিখে Enter বাটন টিপুন।
  • আপনার সুবিধার্থে মেরিট লিস্টটি নীচে দেওয়া লিঙ্ক থেকে ডিভাইসে ডাউনলোড করে রাখতে পারেন।

WBPSC Fire operator 2018 Final Merit List Download : Downlaod Here

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *