প্রার্থী হতে পারবেন না সিভিক ভলান্টিয়ার,আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বড় ঘোষণা।

0
civic volunteer

সামনের মে মাসেই রাজ্যে বেজে উঠবে পঞ্চায়েত নির্বাচনের দামামা। পঞ্চায়েত নির্বাচনের দিকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে নির্বাচনী নির্দেশিকা। যে নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে কারা কারা প্রার্থী হতে পারবেন। নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা ইতিমধ্যেই জেলা পঞ্চায়েত দপ্তর ও জেলা গ্রাম উন্নয়ন দফতরের অধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওই নির্দেশিকাই জানানো যাচ্ছে রাজ্যে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) হিসাবে কর্মরতরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সিভিক ভলান্টিয়ারদের পঞ্চায়েত ভোটে প্রার্থী না হওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে তারা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত নন। রাজ্য সরকারের তরফ থেকে চুক্তির ভিত্তিতে কিছু শর্তের উপর সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়েছে। সেই শর্তের কারণে পঞ্চায়েত ভোটে প্রার্থী হিসাবে দাঁড়াতে পারবেন না।

তবে শুধু সিভিক ভলান্টিয়ারদের ক্ষেত্রে এই নিয়ম লাগু করা হয়েছে তা নয়। ওই নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের অধীনে কর্মরত যে কোন চুক্তিভিত্তিক কর্মচারী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবে না। চুক্তি ভিত্তিক যে কোন কর্মচারীকে পঞ্চায়েত ভোটে প্রার্থী হতে গেলে আগে ওই কাজ থেকে ইস্তফা দিতে হবে।

(Summer Vacation : তীব্র দাবদাহে হঠাৎ ছুটি ঘোষণা স্কুলে, মিশ্র প্রতিক্রিয়া শিক্ষকমহলে)

যারা যারা প্রার্থী হতে পারবেন সেই তালিকার মধ্যে আছেন রেশন ডিলার,পঞ্চায়েত করসংগ্রাহক, শিক্ষাবন্ধু, হোমগার্ড,চুক্তিভিত্তিক গ্ৰুপ ডি স্টাফ,চুক্তিভিত্তিক সমস্ত ঠিকাকর্মী। তবে বিভিন্ন সরকারি কাজে টেন্ডার পাওয়া ঠিকদারদের প্রার্থী হতে কোন আপত্তি নেই।

রাজ্য সরকারি স্কুল কর্মরত যে কোন শিক্ষক পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election In West Bengal) প্রার্থী হতে পারবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এই তালিকায় আছেন প্রাইমারি স্কুলের শিক্ষক,হাই স্কুলের শিক্ষক,প্যারা টিচার। এছাড়া অধ্যাপক,সহকারী অধ্যাপক,লেকচারার ও গেস্ট লেকচারারাও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য।

বর্তমান নিয়ম অনুযায়ী কোন ব্যক্তির বয়স ২১ বছর হলেই তিনি পঞ্চায়েত ভোটে দাঁড়াতে পারবেন।

তবে পঞ্চায়েত স্তরে কারা প্রার্থী হতে পারবেন ও কারা প্রার্থী হতে পারবেন না সেই বিষয়ে একনজরে দেখে নিন।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন : অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা,স্কুলের শিক্ষক শিক্ষিকা,আশাকর্মী,প্যারা টিচার,সিভিল ডিফেন্স ভলান্টিয়ার,জিআরপি/ভিআরপি।

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন না : পঞ্চায়েত ট্যাক্স কালেকটর,রেশন ডিলার,হোম গার্ড,শিক্ষা বন্ধু,গ্রাম রোজগার সেবক,এএনএম-১ এবং এএনএম-২।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *