অচেনা নম্বর থেকে সাধারন মানুষকে ফোন করছেন মুখ্যমন্ত্রী ? আসল সত্যিটা জানুন।

0
mamata banerjee call for duare sarkar

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বরাবরই সাধারণ মানুষের অভাব অভাব-অভিযোগ শুনে সমাধান করতে সচেষ্ট হন। সেই লক্ষ্যে এর আগে চালু করা হয়েছিল দিদিকে বলো কর্মসূচি,যেখানে নির্দিষ্ট নম্বরে ফোন করে অভাব,অভিযোগ জানানোর সুযোগ পেতেন রাজ্যের মানুষ। বর্তমানে চালু হয়েছে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি। দিদির সুরক্ষাকবচ কর্ম সুচির মাধ্যমে ‘দিদির দূত’ হিসাবে জনগণের কাছে গিয়ে অভাব অভিযোগ শুনে সমাধানের চেষ্টা করছেন এলাকার জন প্রতিনিধিরা।আবার অনেক সময় উন্নয়নের কাজ ঠিকমত না হওয়ায় অনেক জায়গায় জনগণের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে তাদেরকে। কয়েকমাসের মধ্যেই রাজ্য পঞ্চায়েত ভোট,তার আগে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেওয়ার অভিযোগে কলকাতার ধর্মতলায় দুইদিনের ধর্না কর্মসূচিতে বসেছেন মুখ্যমন্ত্রী। ধর্মতলার ধর্না মঞ্চ থেকে ডিএ আন্দোলনকারীদেরও আক্রমণ করেন তিনি। এই সকলকিছুর মধ্যেই রাজ্য জুড়ে অভিনব উপায়ে জনসংযোগ বাড়ানোর কাজ শুরু করল ক্ষমতাসিন তৃণমূল কংগ্রেস সরকার।

কি সেই অভিনব উপায়? পঞ্চায়েত নির্বাচনের আগে ১ লা এপ্রিল থেকে শুরু হচ্ছে স্বষ্ঠতম দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি,যা চলবে আগামী ২০ এপ্রিল অবধি। এবারে দুয়ারে সরকারে রাজ্যের মানুষকে ৩২ টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তার আগে রাজ্যের সাধারণ মানুষকে দুয়ারে সরকার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য সরাসরি ফোন করছেন মুখ্যমন্ত্রী। ফোন রিসিভ করলেই শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর গলায় ‘অডিও বার্তা’।

(Ration : রমজান মাসে রেশনে বিশেষ প্যাকেজ ঘোষণা,মিলবে ছোলা,চিনি,ময়দা)

বলা হচ্ছে ‘নমস্কার,আমি মমতা ব্যানার্জী (Mamata Banerjee) বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে অন্নপূর্ণা পূজা ও রমজান মাসের শুভেচ্ছা জানাই। রাজ্যের প্রত্যেকটি মানুষ যাতে আমাদের মা,মাটি,মানুষের সরকারের পরিষেবা হাতের নাগালে পান তাই আমাদের সরকার আগামী ১ লা এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে। আপনারা পরিষেবা পেতে নিকটবর্তী ক্যাম্পে অংশগ্রহণ করুন।’

ফোন রিসিভ করে মুখ্যমন্ত্রীর গলা শুনে আপ্লুত গ্রাম বাংলার মানুষ। যদিও পুরো ব্যাপারটি অটোমেটিক টেলি কমিউনিকেশন প্রযুক্তির সহায়তায় করা হলেও,প্রায় ১ মিনিটের রেকর্ড করা মুখ্যমন্ত্রীর বার্তা শুনে অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পের বিষয়ে অবগত হচ্ছেন। এর আগে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি চালু করেছিল ‘মিসড কল’ কর্মসূচি। কিন্তু সাধারণ জনগণকে রাজ্যের প্রশাসনিক প্রধানের সরাসরি ‘অডিও বার্তা’ এই রাজ্য প্রথম,যা পঞ্চায়েত ভোটের আগে দুয়ারে সরকার কর্মসূচির সাফল্যের পাশাপাশি জনসংযোগের কাজ করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *