SBI Server Down : স্তব্ধ লেনদেন,দেশজুড়ে চরম সমস্যায় কোটি কোটি গ্রাহক।

0
sbi server down problem

দেশজুড়ে চরম সমস্যায় এসবিআই (SBI) গ্রাহকরা। দেশের মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রয়াত্ত ব্যাংকের সার্ভার সম্যসায় দেশের কোটি কোটি গ্রাহকের আর্থিক লেনদেন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। সার্ভার বিভ্রাটের জেরে ব্যবহার করা যাচ্ছে না অনলাইন এসবিআই,ইউপিআই,এসবিআই ইয়োনো অ্যাপ (SBI Yono App)। ক্রেডিট কার্ডের লেনেদেনে করতে গিয়েও সম্যসার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা।

(UPI Charges : আর ফ্রী নয়,১ লা এপ্রিল থেকে ইউপিআই লেনদেনে দিতে হবে চার্জ)

সদ্য শুরু হয়েছে ২০২৩-২০২৪ অর্থবর্ষ,আর অর্থবর্ষের শুরুতে ছন্দ পতন। বর্তমানে দেশ জুড়ে প্রতি মাসেই লেনদেনের নিত্য নতুন রেকর্ড গড়ছে ইউপিআই। দেশের কোটি কোটি মানুষ হয়ে উঠছেন ডিজিটাল পেমেন্ট নির্ভর,যার মধ্যে বড় অংশ এসবিআই এর গ্রাহক। সার্ভার সম্যসার আগাম কোন পূর্বাভাস না থাকায় বেড়েছে ভোগান্তি। যদিও এসবিআই (State Bank Of India) এখনও অবধি সার্ভার বিভ্রাট সংক্রান্ত কোনরকম বিবৃতি প্রকাশ করেনি। ডাউনডিটেক্টর টুইট করে জানিয়েছে আজ সকাল ৯ টা ১৯ মিনিট থেকে এসবিআই সার্ভারে (SBI Server Down) সম্যসা শুরু হয়েছে। যদিও অনেক ব্যবহারকারী জানিয়েছেন ৩১ মার্চ থেকে তারা লেনদেনের ক্ষেত্রে সম্যসার সম্মুখীন হয়েছেন।

গত ১ এপ্রিল এসবিআই এর তরফ থেকে টুইট করে জানানো হয় বেলা ১ টা ৩০ মিনিট থেকে ৪ টে ৪৫ মিনিট অবধি বন্ধ থাকবে এসবিআই ইওনো,নেট ব্যাঙ্কি,ইউপিআই পরিষেবা।

কিন্তু আজ আগাম কোন সতর্কবার্তা না থাকায় গ্রাহকদের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে।অনেক এসবিআই ব্যবহারকারী সোশ্যাল মিডিয়াতে তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকেআবার টুইটারে আরবিআই,ভারতীয় অর্থমন্ত্রককে ট্যাগ করে সম্যসার কথা জানান।

অনেকে লেনদেনের সম্যসার মধ্যেও মিম বানিয়ে মজা করতে ছাড়েননি।

এই প্রতিবেদন লেখার সময় জানা যাচ্ছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এসবিআই পরিষেবা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *