DA Case Update In West Bengal Today : আজ কি রায় দিল সুপ্রিম কোর্ট ? পড়ে নিন সর্বশেষ আপডেট।

0
wb da case in supreme court

আবার দীর্ঘ হল প্রতীক্ষা। আজ সুপ্রিম কোর্টে ধায্য করা হয়েছিল ডিএ মামলার শুনানির তারিখ (DA Case In Supreme Court Today)। অনেকেই আশায় বুক বেঁধেছিলেন আজই হয়ে যাবে চূড়ান্ত ফয়সালা। কিন্তূ কোথায় কি। ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। পরবর্তী শুনানির দিন ১১ এপ্রিল।

আজ বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চে বেলা ১২টা নাগাদ ডিএ মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। সেইমত মামলাটি ৫৩ নম্বরে নথিভুক্ত ছিল কিন্তু মামলাটি বিচারপতিদের বেঞ্চে ওঠার আগে বেলা ১২ টা পেরিয়ে যায়। যদিও তার পরও দুই বিচারপতি মামলা শুনতে রাজি ছিলেন কিন্তু দুই পক্ষের আইনজীবিরা বিচারপতিদের কাছ থেকে সাবমিশনের জন্য সময় চান। তখন বিচারপতিরা মামলার শুনানি পিছিয়ে ১১ এপ্রিল করে দেন।

(Four Year Graduation Degree : এবার থেকে চার বছরে মিলবে গ্রাজুয়েশন ডিগ্রি)

এই নিয়ে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোট ওঠা ডিএ (Dearness Allowance) মামলা পাঁচ বারের জন্য পিছিয়ে দেওয়া হল। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর প্রথম কলকাতা হাইকোর্ট থেকে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ও ঋষিকেশ রায়ের বেঞ্চে ওঠে। কিন্তু বিচারপতি মাহেশ্বরী এজলাসে উপস্থিত না থাকায় মামলাটি বিচারপতি দীপঙ্কর দত্ত ও ঋষিকেশ রায়ের বেঞ্চে গিয়ে ওঠে। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা থেকে সরে দাঁড়ান। তারপর দুইবার মামলার শুনানির তারিখ পিছিয়ে গত ১৫ মার্চ ধার্য করা হয়,কিন্তু ওই দিন অন্য মামলার তারিখ পড়ে যাওয়ায় ফলে ফের মামলার তারিখ পিছিয়ে ২১ শে মার্চ করা হয়। আজ ফের তা পিছিয়ে গেল।

মামলা পিছিয়ে যাওয়া বিষয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিমত ‘আজ এজলাসে সবপক্ষের আইনজীবি উপস্থিত ছিল,কিন্তু আদালতের ব্যস্ততার কারণে শুনানি হয়নি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ক্ষেত্রে এই ধরনের ঘটনা স্বাভাবিক,সুপ্রিম কোর্টে অন্য কোন গুরুত্বপূর্ণ মামলা থাকায় সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনানি পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।’

অন্যদিকে শহীদ মিনার চত্বরে আন্দোলনে বসা সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য কোর্টে চলা ডিএ মামলা ছাড়াও স্বচ্ছ নিয়োগ ও অনিয়মিত কর্মীদের নিয়মিত করার দাবিতে তাদের আন্দোলন চলবে যা এদিন ৫২ দিনে পড়লে,একইসঙ্গে বিগত ৪০ দিন ধরে চলছে অনশন কর্মসূচি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *