Sim KYC Rules : পাওয়া যাবে না ৯টি সিম,কেওয়াইসি ও সিম কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের।

0
new sim kyc rule

সিম নিয়ে জালিয়াতির ঘটনা প্রায়ই ঘটে থাকে দেশে। নকল সিম কার্ডের ব্যবহার করে প্রতারকরা বহু মানুষের টাকা হাতিয়ে নিয়েছে। অনেকে হেনস্থার স্বীকার হয়েছে। তাই এই ধরনের ঘটনা রুখতে এবার কেওয়াইসি(KYC) নিয়মে পরিবর্তন আনতে চলেছে ভারতে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন (DoT)।

কেওয়াইসির এই নতুন নিয়ম সামনের ৬ মাসের মধ্যে সারা দেশে চালু করা হবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইন্টেলিজেন্স ইউনিট (AI & DIU) শাখা দ্বারা সজাগ করা হবে।

এই নিয়ম গুলি একটি জাতীয় ওয়ার্কিং গ্রুপের সাথে পরামর্শ করে গঠন করা হয়েছে,যার মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই),ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (MeitY) ও সাথে অন্যান্য সরকারী প্রতিনিধিরা যুক্ত রয়েছে।

ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন দুই মাসের মধ্যে টেলিকম অ্যানালিটিক্স ফর ফ্রড ম্যানেজমেন্ট অ্যান্ড কনজিউমার প্রোটেকশন (TAF-COP) পোর্টালের প্যান-ইন্ডিয়া লঞ্চ করার পরিকল্পনা করছে।

(SIM Card Rules: দু বছর নম্বর ব্লক,সিম কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো ট্রাই)

এই পোর্টালটি বর্তমানে অন্ধ্রপ্রদেশ,কেরালা,রাজস্থান,তেলেঙ্গানা,জম্মু ও কাশ্মীর রাজ্যে চালু আছে। আপনার অজান্তে যদি কেউ আপনার নামে সিম চালু করে তাহলে আপনি এই পোর্টাল থেকে সেটি দেখতে পাবেন এবং সরকারের কাছে অভিযোগ জানিয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। এর সাথে সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি নামক আরও একটি পোর্টাল নিয়েও চিন্তা ভাবনা করছে সরকার। এই পোর্টাল চালু হলে জালি মোবাইল গুলি ধরা পড়বে। শুধু তাই নয় কোনো ডিভাইসকে বাতিল ঘোষণা করার পরে সেই ডিভাইস থেকে সিম বের করে অন্য ডিভাইসে ব্যবহার করতে পারবে না প্রতারকরা। এই পোর্টালের মাধ্যমে চুরি হয়ে যাওয়া ফোনের বিষয়েও নালিশ করতে পারবে সাধারণ নাগরিকরা।

বর্তমানে সরকারি নিয়ম অনুসারে এক জন নাগরিক সর্বোচ্চ ৯টি সিম কার্ড নিতে পারবেন। এবার সেই নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ টি সিম নিতে পারবেন। আর নতুন সিম কার্ড নেওয়ার জন্য অবশ্যই প্রমাণ হিসেবে ভেরিফাইড ডকুমেন্ট দেখাতে হবে। কোনো ধরনের জাল সিম ডকুমেন্ট দিয়ে সিম নিতে গিয়ে ধরা পরলে ওই জেল ও জরিমানা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *