মিলবে বিমানবন্দরের মতো পরিষেবা,আসানসোল স্টেশনে ৫০০ কোটির বাজেট ঘোষণা রেলের।
বিশ্বের ব্যস্ততম রেল ব্যবস্থাকে নিয়ন্ত্রন করে ভারতীয় রেল,তাছাড়া রেলের উন্নতিতে প্রায়শই নতুন উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেল। স্টেশনে ব্যবস্থার উন্নতি,ট্রেনে সংখ্যা বৃদ্ধি,উন্নত পরিষেবা প্রদান ইত্যাদি বিষয়ের উপরে জোর দিচ্ছে রেল। ইতিমধ্যেই দেশে ছোটো বড়ো বিভিন্ন স্টেশনের রূপ বদলে দিয়েছে ভারতীয় রেল। কিছু স্টেশনে উন্নতির কাজ এখনও চলছে।
এবার পশ্চিমবঙ্গের আসানসোল স্টেশনকে (Asansol Station) নিয়ে বড়ো ঘোষণা করলো পূর্ব রেল। আসানসোল স্টেশন হচ্ছে পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মধ্যে একটি। আসানসোল ডিভিশন তৈরি হয় ১৯২৫ সাল নাগাদ। এই ডিভিশনের অধীনে আছে ৮২ টি স্টেশন এবং প্রত্যহ গড়ে ১৫০টি ট্রেন যাতায়াত করে এই লাইনের উপর দিয়ে। লোকাল ট্রেন ছাড়াও রাজধানী,দূরন্ত এক্সপ্রেস,শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেন এই স্টেশনে এসে দাঁড়ায়। ভারতীয় রেলের প্রাচীনতম বৈদ্যুতিক লোকো শেডটি এই আসানসোলে স্টেশনেই অবস্থিত। হাওড়া,শিয়ালদা,মালদা ও আসানসোল এই চারটি বিভাগ পূর্ব রেলের আওতায় পরে।
সম্প্রতি আসানসোল স্টেশনকে সম্পূর্ণ আধুনিক ভাবে গড়ে তোলার কথা জানিয়েছে রেল। সেইদিকে লক্ষ্য রেখে আসানসোল স্টেশনের উন্নতির স্বার্থে প্রায় ৫০০ কোটি টাকার একটি বাজেট ঘোষণা করা হয়েছে রেলের তরফ থেকে। স্টেশনের জন্য বানানো একটি নকশা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে রেল। এই নকশায় আধুনিকতার ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে।
(Railway Station : এবার রেল স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার,অ্যাম্বুলেন্স; বড় ঘোষণা পূর্ব রেলের)
স্টেশনের উন্নতির ক্ষেত্রে যে যে বিষয় গুলো জোর দেওয়া হচ্ছে সে গুলি হলো স্টেশন চত্বরে আধুনিক পার্কিং ব্যবস্থা, শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়,প্রত্যেক স্টেশনে চলন্ত সিড়ি,ডিজিটাল স্ক্রীন ইত্যাদি। রেল স্টেশনে বিমানবন্দরের মতো পরিষেবা দেওয়ার কথা জানিয়েছে পূর্ব রেল। ইতিমধ্যেই কাজ শুরু করার পরিকল্পনা চালু করে ফেলেছে রেল। ২০২৬ সালের মধ্যে এই কাজ শেষ করার কথা জানিয়েছে রেল।
এই বিষয়ে পূর্ব রেলের নির্মাণ বিভাগের প্রধান আশিস ভরদ্বাজ জানিয়েছেন, “রেলে বিশ্বমানের আধুনিকীকরণের জন্য আসানসোল স্টেশনের ড্রইং এবং ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তিগত বিষয়ে পরিবর্তনগুলিকে অনুমোদন করেছে।”
শুধু তাই নয় সূত্রের খবর অনুসারে আসানসোল স্টেশনের পাশাপশি হাওড়া ও ব্যান্ডেল স্টেশনকেও ঢেলে সাজানোর উদ্যোগ নিচ্ছে রেল। এই স্টেশনে গুলিকেও আধুনিক রূপে সাজানোর কথা জানিয়েছে রেল। যদিও এই বিষয়ে এখনও অব্দি কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি,তবে খুব তাড়াতাড়িই রেলের তরফ থেকে ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।