Railway Station : এবার রেল স্টেশনেই ডায়াগনস্টিক সেন্টার,অ্যাম্বুলেন্স; বড় ঘোষণা পূর্ব রেলের।

0
medical center in rail station

ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের সাথে অনেক আকস্মিক দুর্ঘটনা ঘটে। অনেক যাত্রী আবার ট্রেনে যারা হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন আবার স্টেশন ও ট্রেনে চত্বরে অনেক সময় ঘটে যায় বিভিন্ন দুর্ঘটনা। এইমত অবস্থায় রেলের কাছে পর্যাপ্ত মেডিকেল ব্যবস্থা থাকে না। তাই এই অভাব দূর করতে এবার অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব রেল দপ্তর (Eastern Railway)।

এবার থেকে ট্রেন বা স্টেশন কেউ অসুস্থ হয়ে গেলে বা কারোর চিকিৎসা সাহায্য লাগলে সেই ব্যবস্থা করবে রেল। আপনি স্টেশনেই পাবেন ওষুধের দোকান সঙ্গে থাকবে চিকিৎসক,ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স পরিষেবা। হ্যা এমনই চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।

ট্রেনে যাত্রী অসুস্থ হওয়ার ঘটনা প্রায় সামনে আসে। স্টেশন চত্বরে কোনো ব্যবস্থা না থাকায় অসুস্থ যাত্রীকে আবার হসপিটাল বা চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করতে হয়। এসব করতে অনেক সময় লেগে যায় ফলে ঘটে যায় দুর্ঘটনা। তাই যাতে স্টেশনের মধ্যেই দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা যায় সেই জন্য রেলের এই উদ্যোগ। স্টেশনে থাকবে চিকিৎসক, চিকিৎসা কর্মী ও অ্যাম্বুলেন্স। যদি কোনো কারণে স্টেশনেও যাত্রী শুশ্রূষার ব্যবস্থা না হয় তাহলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে নিকটবর্তী হসপিটালে পৌঁছে দেওয়া সুবিধা হবে। ফলে বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন যাত্রীরা।

(Bike Driving Rules : চপ্পল পড়ে বাইক চালালে দিতে হবে জরিমানা ? বাইক সংক্রান্ত সঠিক নিয়ম জেনে নিন)

রেলের তরফ থেকে জানানো হয়েছে চলতি বছরের শেষের দিকে অর্থাৎ নভেম্বর-ডিসেম্বর মাসে এই কাজ চালু করা হবে। প্রাথমিক পর্যায়ে দেশের ২৮৮টি ব্যস্ততম ও নামকরা স্টেশনে এই পরিষেবা চালু করা হবে। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়ানো হবে।

এই লিস্টে পশ্চিমবঙ্গের বর্ধমান, আসানসোল, বোলপুর সহ আরও ১৭টি স্টেশনে এই মেডিকেল পরিষেবা কেন্দ্র বসানো হবে। সেখানে ২৪ ঘণ্টা চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে।

এই বিষয়ে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা বলেছেন “প্রতিটি স্টেশনে একটি ওষুধের দোকান,একটি ডায়াগনস্টিক সেন্টার ও একটি করে অ্যাম্বুলেন্সর ব্যবস্থা করা হবে। এই মেডিকেল সেবা চালু হলে যাত্রীরা যেকোনো সময় চিকিৎসা করাতে পারবেন।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *