ছয় টিপস মানলে গাড়ির তেল খরচ কমবে অনেকটাই,জেনে নিন।
গাড়ির ব্যবহার আমরা সকলেই কম বেশি করে থাকি সে চারচাকা হোক কিংবা দুই চাকা। রাস্তাঘাটে আগের তুলনায় গাড়ির সংখ্যা বেড়েছে প্রচুর। আর হবে নাই বা কেন এখন অল্প টাকায় কিস্তিতে মানুষ সহজেই গাড়ি কিনতে পারছে। তবে গাড়ি কিনলেও সমস্যা থেকে যাচ্ছে গাড়ি চালানোর জন্য তেল নিয়ে। কারণ বর্তমানে ঊর্ধ্বমুখী তেলের দাম। এই অতিরিক্ত দাম বৃদ্ধির ফলে অনেকেই গাড়ি বের করতে দ্বিধা বোধ করছেন। কিন্তু আপনি কি এটা জানেন কিছু বিষয়ে মাথায় রাখলেই আপনার গাড়ির তেল খরচ হবে অল্প,বাড়বে গাড়ির মাইলেজ (Car Mileage)। আসুন জেনে নিন সেই বিষয়গুলি।
ফাঁকা রাস্তায় চলুন :
দুই চাকা হোক বা চার চাকা সর্বদা চেষ্টা করুন যানজটবিহীন রাস্তায় চলাচল করতে। কারণ যানজটে থাকলে বার বার গিয়ার পরিবর্তন করতে হয় ফলে তেল অধিকহারে খরচ হয়। আপনি গিয়ারে যতো কম হাত দেবেন আপনার তেল ততই কম পুড়বে। তাই সর্বদা চেষ্টা করুন যানজটহীন ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে।
(Used Car : পুরোনো গাড়ি কেনা বেচার ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার)
গতি নিয়ন্ত্রণ করুন :
অনেকেই দেখা যায় খুব জোড়ে গাড়ি চালায় আবার এমন আছে যারা খুবই ধীরে চালায়। এটা করবেন না। কারণ খুব জোরে চালালেও তেল বেশি পুড়বে এবং খুব ধীরে চালালেও তেল বেশি পুড়বে। তাই এর মাঝে একটি নির্দিষ্ট গতিতে গাড়ি চালানোর চেষ্টা করুন।
গাড়ি কাচ বন্ধ করে চালান :
এই বিষয়টি অবশ্য দুইয়ের অধিক লেন যুক্ত রাস্তার ক্ষেত্রে প্রযোজ্য। সব সময় চেষ্টা করুন গাড়ি জানালা বা কাচ গুলো বন্ধ রেখে চালাতে। এই বিষয়টি অনেকেই জানেনা যে গাড়ির জানালা খুলে রাখলে ভিতরে হাওয়া দ্রুত গতিতে প্রবেশ করে ফলে গাড়ির গতির ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এবং ইঞ্জিনের উপরে চাপ পরে আর এই চাপের ফলে তেল অধিক হারে খরচ হয়।
ভারী জিনিস বহন :
আমাদের অনেকেই এমন আছে যারা গাড়িতে অতিরিক্ত ভারী জিনিস নিয়ে চালায়। আবার অনেকেই অধিক যাত্রী নিয়েও গাড়ি চালায়। এটা করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কারণ এই অতিরিক্ত চাপের ফলে গাড়ি নির্দিষ্ট গতির থেকে ধীরে চলে এবং তেলও বেশি পরিমাণে খরচ হয়।
গাড়ির চাকার হাওয়া ঠিক রাখুন :
আপনার গাড়ির চাকায় হওয়ার পরিমাণ অনেকটা নির্ভর করে আপনার তেল কেমন হারে পুড়বে তার উপরে। আপনার চাকায় যদি হওয়া কম থেকে তাহলে গাড়ি যে গতিতে চলার কথা তার থেকে ধীর ভাবে চলবে ফলে ইঞ্জিনের উপরে জোর বেশি পরবে। ঠিক এই কারণেই আপনার গাড়ির তেলও বেশি পুড়বে। তাই গাড়ির হওয়া সর্বদা কোম্পানির দেওয়া নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী ভরে রাখুন। কতটা হওয়া ভরতে হবে সেই পরিমাপটি গাড়ির টায়ারেই লেখা থাকে।
ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন :
গাড়ির তেল কেমন পুড়বে তার সঙ্গে ইঞ্জিন অয়েলের যোগ আছে অনেকটাই। অনেকেই বহুদিন ধরে ইঞ্জিন অয়েল (Engine Oil) পরিবর্তন না করেই গাড়ি চালিয়ে যায়। ইঞ্জিন অয়েল যত পুরাতন হবে গাড়ি তেল সার্ভিস ততই কম হবে। তাই নির্দিষ্ট সময় অন্তর ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। সঙ্গে এয়ার ও এসি ফিল্টাররে দিকেও নজির রাখুন।