Motorcycle : গরমে মেনে চলুন এই টিপস গুলি,সুরক্ষিত থাকবে আপনার মোটরসাইকেল।
ঘুরতে বা ভ্রমণে যেতে কার না ভালো লাগেনা ? আর সেটা যদি মোটরসাইকেল নিতে হয় তাহলে তো আরও মজার। তবে এখন চলছে গ্রীষ্মকাল। বাইরের তাপমাত্রা থাকছে খুবই অধিক। এইবারের গরম বিগত কিছু বছরের সব রেকর্ডকে ভেঙে দিয়েছে। এই গরমে মানুষের বাইরে বেরোনো কার্যত খুবই কষ্টকর হয়ে উঠেছে। তবে অনেক ভ্রমণ প্রেমী মানুষ এই গরমকে উপেক্ষা করেই বেরিয়ে পরছেন মোটরসাইকেল নিয়ে ঘুরতে। তবে বেরোনো আগে কিছু বিষয়ে মাথায় রাখা উচিত যাতে এই প্রচন্ড গরমে আপনার মোটরসাইকেলে কোনো ধরনের যান্ত্রিক গন্ডগোল না হয়।
গাড়ির ইঞ্জিন অয়েল :
সর্বদা আপনার মোটরসাইকেলের ইঞ্জিন ওয়েল ফুল রাখুন। ইঞ্জিন ওয়েল কম থাকলে বা পুরোনো হয়ে গেলে চলতি রাস্তায় আপনার গাড়ি বন্ধ হয়ে যেতে পারে। সব থেকে ভালো যদি আপনি ভ্রমণে বেরোনোর আগে ইঞ্জিন ওয়েলটি পরিবর্তন করিয়ে নেন। আপনার ইঞ্জিন ওয়েল অনেকটা নির্ভর করে আপনার যাত্রার উপরে। তাই সর্বদা উন্নত মানের ইঞ্জিন ওয়েল ব্যবহার করুন।
(Bike Driving Rules : চপ্পল পড়ে বাইক চালালে দিতে হবে জরিমানা ? বাইক সংক্রান্ত সঠিক নিয়ম জেনে নিন)
টায়ার ও চাকা :
মোটরসাইকেলের সব থেকে গুরুত্ত্বপূর্ণ অংশ হচ্ছে টায়ার ও চাকা। সুতরাং ভ্রমণের আগে টায়ারের মান ও হাওয়ার পরিমাণ ঠিক আছে কি না দেখে নিন এবং চাকা ঠিকঠাক কাজ করছে কি না সেটাও লক্ষ্য রাখুন। দরকার হলে একবার সার্ভিস সেন্টারে নিয়ে যান গাড়িটিকে।
ব্রেক :
রাস্তায় চলার সময় কোনো জরুরি অবস্থায় সব থেকে বেশি কাজে লাগে মোটরসাইকেলের ব্রেক সুতরাং ব্রেক সিস্টেম ঠিকঠাক কাজ করছে কি না দেখে নিন। অনেক সময় চলতে চলতে ব্রেক ফেল করে যায় ফলে বড়সড় বিপদের সম্মুখীন হতে হয়। তাই সর্বদা ব্রেক সিস্টেমকে ভালো রাখুন।
মোটরসাইকেলের তেল :
ভ্রমণে বেরোনোর আগে মোটরসাইকেলের তেল ট্যাঙ্ক ফুল করে নিন তাহলে আপনি নির্দ্বিধায় যাত্রা করতে পারবেন। না হলে অনেক সময় দেখা যায় আপনি এমন এলাকায় গেছেন যেখানে তেল পাম্প নেই অথচ আপনাকে তেল ভরতে হবে। এই ধরনের পরিস্থিতি যাতে না ঘটে তাই তেল ট্যাঙ্ক ফুল রাখুন সর্বদা।
এয়ার ফিল্টার :
এটি মোটরসাইকেলের একটি গুরুত্বপূর্ন অংশ যা গাড়িতে ধুলো বালি ও নোংরা বাতাস প্রবেশ থেকে রক্ষা করে এবং মোটরসাইকেল ঠান্ডা রাখে। তাই আপনার এয়ার ফিল্টারটি যদি পুরোনো হয়ে থাকে তাহলে পরিবর্তন করে ফেলুন।
মোটরসাইকেল সার্ভিস করুন :
ভ্রমণে বেরোনোর আগে আপনার মোটরসাইকেলটি একবার সম্পূর্ন সার্ভিস করিয়ে নিন মেকানিক দ্বারা। এর ফলে ভিতরে কোনো ধরনের ত্রুটি থাকলে ধরা পরবে।
গাড়ি সর্বদা ঠান্ডায় রাখুন :
ভ্রমণরত অবস্থায় গাড়ি দাড় করলে সর্বদা ছায়াতে রাখার চেষ্টা করুন। এই প্রচন্ড রোদে দীর্ঘ সময় গাড়ি রোদে রাখলে গাড়ির ক্ষতি হতে পারে। তাই রোদ থেকে বাঁচার জন্য কভার দিয়ে বা ছায়াতে রাখুন।