Bluesky Social App : টুইটারকে টেক্কা দিতে ব্লুস্কাই লঞ্চ করলেন প্রাক্তন সিইও।

0
bluesky social app jack dorsey

টুইটারের প্রাক্তন সিইও জ্যাক ডরসি (Jack Dorsey) সম্প্রতি ব্লুস্কাই (Bluesky Social App) নামক নতুন একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ লঞ্চ করলো। ২০২১ সালে টুইটার সিইও পদ থেকে অপসারণের পর জ্যাক ডরসি আবার নতুন করে টুইটারে যোগ দিচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়েছিল। কিন্তু নতুন একটি অ্যাপ লঞ্চ করে সেই সমস্ত খবরে পানি ঢেলে দিলেন ডরসি।

টেসলা কোম্পানির মালিক ইলন মাস্ক ২০২২ সালে টুইটার কিনে নেন। এর পরে একাধিক পুরোনো কর্মী যারা বহুদিন ধরে টুইটারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ছাঁটাই করে দেন মাস্ক। টুইটার কিনে নেওয়ার পর থেকে একাধিক বির্তকের সম্মুখীন হয় মাস্ক। এর ফলে দিনের পর দিন পড়তে থাকে টুইটারে স্টক। এই নিয়ে মাস্কের বিরুদ্ধে একাধিক অভিযোগও করেন জ্যাক ডরসি। অনেকেই বলছেন যে টুইটারকে টেক্কা দিতেই না কি নতুন ব্লুস্কাই অ্যাপ লঞ্চ করেছেন প্রাক্তন টুইটার সিইও।

(UPSC টপকাতে গিয়ে কেঁদে ফেলল চ্যাটজিপিটি,জানুন পুরো খবর)

ব্লুস্কাই অ্যাপ সম্বন্ধে যাবতীয় তথ্য জানুন :

এটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যা ব্লুস্কাই PBLLC দ্বারা বানানো। বর্তমানে এই অ্যাপটিকে নিয়ে কাজ চলছে। তাই এটি সীমিত কিছু গ্রাহকদের জন্য চালু করা হয়েছে যারা এর বেটা ভার্সন ব্যবহার করতে পারবেন। সবার জন্য অ্যাপটি কবে চালু হবে সেই বিষয়ে এখনও অব্দি কোনো নিশ্চিত খবর নেই। এক ডেভেলপার এই অ্যাপের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যেখানে এই অ্যাপ সম্বন্ধে কিছুটা ধারণা পাওয়া গেছে। এটি মূলত টুইটারের মতোই দেখতে একটি অ্যাপ। এই অ্যাপে অন্যান্য অপশন যেমন পোস্ট,ফলো,লাইক ইত্যাদি গুলিও দেখতে টুইটারের মতো হুবহু। তবে অ্যাপটি পুরোপুরি ভাবে লঞ্চ না হওয়ায় অব্দি কোনো কিছুই এখন স্পষ্ট নয়।

যদিও ব্লুস্কাই টিম ২০২২ সালের অক্টোবরে অ্যাপটিতে একটি আপডেট শেয়ার করেছিল। ব্যবহারকারীদের বিটা ভার্সন ব্যবহারের সুবিধার করার জন্য ওয়েটলিস্ট নামে একটি অপশন চালু করেছিল যা এখনও অব্দি চালু আছে। তবে অ্যাপটি কখন বা কবে সর্বসাধারণের জন্য চালু হবে সেই বিষয়ে কোনো খবর প্রকাশ করেনি কোম্পানি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *