Chokher Alo Scheme : সারা রাজ্য জুড়ে বিনামূল্যে চোখের অপারেশন,দেওয়া হবে চশমা।
বিগত বছর থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা পরিষেবা দিতে চালু আছে নতুন প্রকল্প যার নাম চোখের আলো প্রকল্প (Chokher Alo Scheme)। এবছর ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে পুনরায় চালু হতে চলেছে এই প্রকল্পটি। গোটা ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে রাজ্যের মানুষকে বিনামূল্যে চক্ষু পরিষেবা দেওয়ার কাজ করবে এই প্রকল্পটি। পৌর এলাকাগুলিতে ২০ জানুয়ারি থেকে ইতিমধ্যেই এই প্রকল্পের অধীনে চক্ষু পরিষেবা শিবির ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যা চলবে পঞ্চায়েত এলাকার অনুকরণেই মার্চ মাসের শেষ অবধি। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত সাধারণ মানুষ শিবিরে গিয়ে চোখ দেখিয়ে উপযুক্ত চিকিৎসা গ্রহণ করতে পারবেন।
এই চোখের আলো প্রকল্প সফল করতে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে রূপরেখা ঠিক করে দেওয়া হয়েছে। এলাকার আশা কর্মী ও মহিলা আরোগ্য সমিতির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে শিবিরের উদ্দেশ্য,সুবিধা,তারিখ ইত্যাদি বিষয়ে মানুষকে তথ্য দেবেন,যাতে করে তারা বিনামূল্যে এই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন। এছাড়া সাহায্য নেওয়া হবে এলাকার লোকশিল্পীদের,আয়োজন করা হবে রোড শো। প্রকল্প সফল করতে ব্লকের বিডিওরা নজর রাখবেন। জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে জেলা সফরে বেরিয়ে চোখের আলো শিবিরে উপস্থিত হতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
(আরও পড়ুন : প্রতি মাসে মিলবে ৮০০ টাকা;কি ভাবে আবেদন করবেন জেনে নিন )
চোখের আলো শিবির থেকে কি কি সুবিধা মিলবে :
রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর দ্বারা পরিচালিত চোখের আলো প্রকল্পের মূল উদ্দেশ্য রাজ্যের মানুষের মধ্যে থেকে চোখের সমস্যা,অন্ধত্ব দূরীকরণ। এই শিবিরে প্রথমে চোখ পরীক্ষা করে দেখা হবে। তারপরে ওই ব্যক্তির প্রয়োজনীয় চোখের চিকিৎসা বিনামূল্যে প্রদান প্রদান করা হবে। মূলত পঞ্চাশোর্ধ ব্যক্তিরা এই শিবিরে অগ্রাধিকার পাবেন বলে জানা যাচ্ছে। কোন ব্যক্তির চোখের অপারেশনের প্রয়োজন হলে নিকটবর্তী হাসপাতালে অথবা কোন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে সাহায্যে নিয়ে অপারেশন করানো হবে যার পুরো খরচ বহন করবে রাজ্য সরকার,এমনকি ওই ব্যক্তির অপারেশনের জন্য যাতায়াত বাবদ খরচ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। এছাড়া চোখের পাওযার কমে গেলে বিনা মূল্যে দেওয়া হবে চশমা,চোখের ছানি অপারেশন ও অন্যান্য চোখের সমস্যার পরিষেবা বিনামূল্যেই প্রদান করা হবে।
তবে চোখের প্রকল্প শিবিরে কর্মরত কর্মীরা যানাচ্ছেন শিবির প্রতি রাজ্য সরকারের বরাদ্দ মাত্র কমবেশি ১০০০ টাকা করে,তারা সরকারের কাছে বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়েছে। তবে পঞ্চায়েত ভোটের দোরগোড়ায় এসে সরকারের চোখের আলো প্রকল্পকে ভোট টানার প্রচেষ্টা বলেই কটাক্ষ করেছে বিরোধী নেতারা। তবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন আগের বছরের মতো এই বছরও চালু থাকবে চোখের আলো প্রকল্প।