আর ১৮ বছর নয়,তার আগেই তোলা যাবে ভোটার তালিকায় নাম;জানুন নতুন নিয়ম সম্পর্কে।

১৮ বছরের নিচে ভোটার কার্ড

বুধবার গোটা দেশে পালিত হলো ১৩তম ‘জাতীয় ভোটার দিবস’। প্রতি বছর ২৫ জানুয়ারি সারা দেশে জাতীয় ভোটার দিবস হিসাবে এই দিনটি পালন করা হয়। এই দিন দিল্লির একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের তরুণ ভোটারদের জন্য তিনি বলেন ‘তরুণ ভোটারদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়ানোর দায়িত্ব রয়েছে’। এই দিন বিভিন্ন নির্বাচন ব্যবস্থাপনার উপরে জাতীয় পুরস্কার ঘোষণা করা নির্বাচন কমিশন। এই দিন ২০২২-২৩ সালে দেশের সেরা নির্বাচন পরিচালনার পুরস্কার ওঠে হিমাচল প্রদেশের হাতে।

আর অপেক্ষা করতে হবে না ১৮ বছরের জন্য,এবার থেকে ১৭ বছর হলেই নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন দেশের তরুণ প্রজন্ম,এমনটাই জানিয়ে দিলো ভারতের নির্বাচন কমিশন। আগে নিয়মানুযায়ী ১ জানুয়ারি মধ্যে যাদের বয়স ১৮ বছর হবে তারাই নতুন ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারত। কিন্তু এবার থেকে সেই নিয়ম পরিবর্তন করে ১৭ বছর করা হল। নতুন নিয়ম অনুসারে ১৭ বছর হলেই প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আবেদন করতে পারবেন। তবে আইন অনুসারে ভোট দেওয়ার অধিকার এবং ভোটার কার্ড হাতে পাওয়া যাবে আবেদনকারীর ১৮ বছর হওয়ার পরে। ১৮ বছর পূর্ণ হয়ে গেলে কার্ডটি পোস্ট অফিসের মাধ্যমে আপনার ঘরে পৌঁছে যাবে।

(আরও পড়ুন : নয়া প্রকল্পে বই কিনতে গ্রন্থাগারগুলিকে ৫ কোটি দেবে রাজ্য সরকার)

এবার থেকে ভোটার তালিকায় নাম তোলা এবং সংশোধন সংক্রান্ত কাজ বছরে ৪ বার হবে। এই নিয়মের ফলের ভোটার সংক্রান্ত সমস্যা গুলি অনেকটা মিটে যাবে এবং সময়ও বেশি পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। প্রি রেজিস্ট্রেশনের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে সরকার।

কেন্দ্রের মতো রাজ্যেও এই দিন নির্বাচনী কাজের জন্য কর্মকর্তাদের পুরষ্কৃত করা হয়। সুমিত গুপ্তকে যিনি দক্ষিণ ২৪ পরগনার বর্তমান জেলা শাসক,তাকে ভোটার তালিকায় নাম তোলার কাজে উল্লেখযোগ্য অবদানের জন্য পুরস্কৃত করা হয়। নির্ভুল ভোটার তালিকা বানানোর জন্য দক্ষিণ দিনাজপুরের জেলা শাসককে পুরস্কার দেয় কমিশন। ভোটারদের ভোট দেওয়ার জন্য উৎসাহিত করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুমিত গুপ্ত, তাকেও পুরস্কৃত করা হয়।

ভারতের নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন এখনও অব্দি প্রায় ১৭ লাখ যুবক আবেদন করেছে। তিনি আরও জানিয়েছেন যে নতুন ভোটার তালিকা অনুসারে দেশে ভোটার সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৪ কোটি। যার মধ্যে ১৮-১৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ কোটি ৩৭ লক্ষ এবং দেশে প্রায় ২ কোটিরও বেশি ভোটার আছে যাদের বয়স ৮০ বছরের বেশি। এদিকে মহিলা ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে প্রকাশ করেছে কমিশন। এই বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহিলাদের ভোটারদের প্রতি বিশেষ নজর দেওয়ার কথা বলেন। রাজ্যে সামনেই পঞ্চাতে নির্বাচন। তার আগে নির্বাচন কমিশনের এই নতুন নিয়মের ফলে নতুন ভোটার ও বর্তমান ভোটারদের অনেক সুবিধা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *