Loan App Rules : মেনে চলতে হবে দেশের আইন,লোন অ্যাপের বিরুদ্ধে নতুন নির্দেশিকা জারি গুগলের।
বিগত কিছু বছরে নকল অনলাইন লোন অ্যাপে ছেয়ে গেছে ভারতের বাজারে। এই সমস্ত অ্যাপ গুলি ব্যবহার করে অনেকেই ঠকেছেন। সরকার ও রিজার্ভ ব্যাংকের কাছে বহু অভিযোগও জমা পরেছে এই অ্যাপ গুলির বিরুদ্ধে। এই অনলাইন লোন অ্যাপগুলো উচ্চহারে সুদ নেওয়া,অপ্রয়োজনীয় ফি আদায়,ঋণ আদায়ের হুমকি,আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা এবং ব্যক্তিগত ছবি ভুলভাবে প্রকাশ ইত্যাদি কাজ করে চলেছে। শুধু তাই নয় অনলাইন লোন অ্যাপের কারণে অনেক আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে।
এই সমস্ত অ্যাপ ও প্রতারকদের ফাঁদ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে অ্যাপ গুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে গুগল। এরই সঙ্গে লোন পলিসিতে কিছু নিয়মনীতি জারি করতে চলেছে যা ৩১ মে থেকে বলবৎ করা হবে।
গোটা বিশ্বের মানুষ যেহেতু গুগল ব্যবহার করে থেকে তাই গুগল তার গ্রাহকদের অনলাইন ক্ষেত্রে অনেকটাই ছাড় দেয়। এই সুযোগ কে কাজে লাগিয়ে অনেকেই ধরনের প্রতারণা মূলক কাজ করে থাকে। আর সাইবার নিরাপত্তা নিয়ে গুগলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে বিগত কিছু সময়ে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতে গুগলকে জরিমানাও দিতে হয়েছে অনেক সময়।
(Sim KYC Rules : পাওয়া যাবে না ৯টি সিম,কেওয়াইসি ও সিম কার্ড নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের)
লোনের জালিয়াতির বিষয়ক অভিযোগ শুধু ভারতে নয়,ভারতের বাইরে কেনিয়া,নাইজেরিয়া,ফিলিপিন্স এর মতো দেশ গুলিতেও এই ধরনের প্রতারণার ঘটনা সামনে আসছে।
এবার ভারতের অনলাইন লোন অ্যাপ গুলির বিরুদ্ধে কড়া নিয়ম আনতে চলেছে গুগল। প্রথমত অনলাইন লোন অ্যাপ গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, সরাসরি ঋণ দেওয়ার অ্যাপ এবং থার্ড পার্টি অ্যাপ।
জেনে নিন কি নতুন নিয়ম লাগু করছে গুগুল :
ভারতে ব্যক্তিগত ঋণ অ্যাপগুলিকে এখন থেকে গুগলের কাছে ব্যবসায়িক বিবৃতি জমা দিতে হবে।
অনলাইন লোন অ্যাপ কোম্পানিগুলিকে গুগলের কাছে প্রাসঙ্গিক নথি জমা দিতে হবে।
যে অ্যাপ কোম্পানিগুলি সরাসরি ঋণ প্রদান করেনা তার বদলে ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ প্রদান করে তাদেরকে অবশ্যই গুগলের কাছে একটি প্রাসঙ্গিক বিজ্ঞপ্তি জমা দিতে হবে এবং কোন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়েছে সেটিও উল্লেখ করতে হবে।
গুগল স্পষ্ট করে বলেছে যে কোনো অ্যাপ যদি ঋণের মতো আর্থিক পরিষেবা অফার করে,তাহলে তাকে অবশ্যই সেই দেশের আইন মান্য করে চলতে হবে।
অনলাইন লোন অ্যাপগুলি এখন থেকে ব্যবহারকারীদের মোবাইলে ফটো,ভিডিও,ব্যাক্তিগত তথ্য ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিবরণ দেখতে পারবে না।
গুগল আরও জানিয়েছে যে লোন দেওয়ার আগে ঋণ পরিকল্পনা, বৈশিষ্ট্য,ফি,পরিশোধের সময়কাল,ঝুঁকি,সুবিধা ইত্যাদি বিষয়ে যাবতীয় তথ্য লোন গ্রহণকারীকে জানাতে হবে।