DA Protest WB : সামনের সপ্তাহেই প্রশাসন অচলের ডাক সরকারি কর্মচারীদের।

0
da protest

ধর্না মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে ফের কর্মবিরতির ডাক দিলেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের দুটি সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ সংগ্রামী মঞ্চ একযোগে আগামী ৬ এপ্রিল (বৃহস্পতিবার) কর্মবিরতির ডাক দিয়েছে এবং তারা সকল সরকারি কর্মচারী সংগঠনকে কর্মবিরতিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। কর্মবিরতি পালনের পাশাপাশি রাজ্যের বাইরে আন্দোলনকে ছড়িয়ে দিতে আগামী ১০ ও ১১ এপ্রিল দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসার কর্মসূচিও নিয়েছে তারা। এর আগে বকেয়া ডিএ (DA In WB) দেওয়ার দাবিতে গত ২০ ও ২১ ফেব্রুয়ারী কর্মবিরতির ডাক দিয়েছিল সরকারি কর্মচারী সংগঠনগুলি। আন্দোলনের ঝাঁজ (DA Protest) আরও বাড়াতে গত ১০ মার্চ প্রশাসনিক ধর্মঘটেরও ডাক দেয় সরকারি কর্মচারী সংগঠনের একাংশ।

(Pan Aadhaar Link Last Date : অর্থমন্ত্রক সময়সীমা বাড়ালেও দিতে হবে জরিমানা)

এরই মধ্যে নতুন করে সংঘাতের সূত্রপাত সূত্রপাত শুরু হয় গত ২৯ ও ৩০ মার্চ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দুই দিনের ধর্নায় বসার সিদ্ধান্ত নেন। ধর্নার স্থান হিসাবে মঞ্চ বাধা হয় শহিদ মিনার চত্বরে,যেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে গত দেড় মাস ধরে বকেয়া ডিএর দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের আন্দোলনস্থল। গত ২৯ শে মার্চ ধর্না মঞ্চ থেকে বক্তব্য দিতে গিয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীদের চোর ডাকাতের সঙ্গে তুলনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ‘এরা সবাই চিরকুটে চাকরি পেয়েছিল। সেই চোর ডাকাত গুলোই এখন গিয়ে বসেছে ডিএ আন্দোলনের মঞ্চে’। মুখ্যমন্ত্রীর ‘অপমানসুচক’ মন্তব্যকে ভালোভাবে সরকারি কর্মচারী সংগঠন থেকে বিরোধী দলগুলি। পাল্টা বক্তব্য দিতে গিয়ে সরকারি কর্মচারীরা মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দেন। তারা বলেন মুখ্যমন্ত্রী যদি চিরকুটে চাকরি পাওয়া প্রমান করতে পারেন,তবে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেবেন তারা। এর আগে সরকারি কর্মচারীদের ‘কুকুর বেড়াল’ বলে বিতর্ক বাড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী।

(Ration : রমজান মাসে রেশনে বিশেষ প্যাকেজ ঘোষণা,মিলবে ছোলা,চিনি,ময়দা)

গত বৃহস্পতিবার সরকারি কর্মচারীদের সংগঠনের পক্ষ থেকে বকেয়া প্রাপ্য ডিএ,শূন্যপদে নিয়োগ সহ একাধিক দাবিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়। মহা সমাবেশে যোগ দিতে মিছিল করে আসতে দেখা যায় সরকারি কর্মচারীদের।যেখানে একযোগে যোগ দিতে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীসহ বামফ্রন্ট,কংগ্রেসের প্রতিনিধিদের। তারা সকলে সরকারি কর্মচারীদের আন্দোলনে পাশে থাকার আশ্বাস দেন। মহা সমাবেশ শেষ হওয়ার পরবর্তীত পদক্ষেপ ঠিক করতে বৈঠকে বসেন সরকারি কর্মচারী সংগঠনের নেতারা। সেখানেই ঠিক করা হয় মুখ্যমন্ত্রীর ‘অপমানসূচক’ মন্তব্যের বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন সরকারি কর্মসূচিরা। ওই প্রতিবাদের অঙ্গ হিসাবেই আগামী ৬ এপ্রিল কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এমনকি তারা রাজ্য প্রশাসনকে অচল করে দেওয়া হবে বলে হুমকি দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *