Ration Aadhaar Link : বাড়ল রেশন কার্ড-আধার কার্ডের লিঙ্কের তারিখ,জেনে নিন লাস্ট ডেট।

0
ration aadhaar link last date

ভোটার কার্ড,প্যান কার্ডের মতো রেশন কার্ডও ভারতীয় নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ন পরিচয় পত্র। শুধু পরিচয় পত্র নয়,রেশন কার্ডের মাধ্যমে নাগরিকরা সরকার প্রদত্ত ভর্তুকি যুক্ত চাল,ডাল,তেল,চিনি সঙ্গে আরও অন্যান্য খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। তবে এই সরকারি খাদ্য দেশের অল্প আয় সম্পন্ন মানুষের জন্য বরাদ্দ করেছে সরকার।

বর্তমানে রেশন ব্যবস্থায় যাতে কোনো ধরনের দুর্নীতি না হয় তার জন্য সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (Ration Aadhaar Link) করার নিয়ম চালু করে। আর এই লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন করার শেষ তারিখ ছিল ৩১ মার্চ,২০২৩। তবে অনেকেরই রেশন কার্ড ও আধার কার্ড বিষয়ে নানা সমস্যা থেকে যাওয়া কারণের সরকার এই লিঙ্ক করার সময়সীমা আরও বাড়িয়ে ৩০,জুন ২০২৩ অব্দি করেছে সরকার।

জাতীয় খাদ্য নিরাপত্তা আইন অনুসারে দেশের প্রত্যেক রাজ্যকে তাদের নিজস্ব রাজ্যের সেই সমস্ত মানুষ গুলিকে চিহ্নিত করতে হবে যারা সরকারি রেশন পাওয়ার যোগ্য এবং তাদের কাছে রেশন কার্ড পৌঁছে দিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে যেন যথা সময় সঠিক ভাবে তারা রেশন পেতে পারে। বিগত কিছু বছরে রেশন কার্ড নিয়ে জালিয়াতি ও দুর্নীতির খবর প্রায় সামনে এসেছে। অনেকেই রেশন পাওয়ার যোগ্য হওয়ার সত্ত্বেও রেশন পাচ্ছে না। আবার অনেকের রেশন পাওয়ার অধিকার না থাকার সত্ত্বেও রেশন নিচ্ছে বলে খবরে উঠে আসে।

এক সরকারি রিপোর্ট অনুসারে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে দেশে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে। এই সব সমস্যা দূর করতে সরকার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার নির্দেশ দেয়। এর ফলে যারা যোগ্য তারাই রেশন কেবলমাত্র রেশন পাবে এবং যে সব জালিয়াতি হচ্ছে সেগুলি দূর হবে। তাই আপনি যদি লিঙ্ক না করিয়ে থাকেন তাহলে এক্ষুনি লিঙ্ক করিয়ে নিন। নিচে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার অনলাইন ও অফলাইন উভয় পদ্ধতি দেওয়া হল।

(Voter Card Aadhaar Card Link : বাড়ল ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিংক করার সময়।)

অনলাইনে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতি :

১) নিজ রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (PDS) অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
২) আপনার বর্তমান কার্ডের সাথে আপনার আধার সংযোগ করার বিকল্পটি বেছে নিন।
৩) এবার আপনার আধার কার্ড নম্বর,রেশন কার্ড নম্বর এবং রেজিষ্টার করা মোবাইল নম্বর লিখুন।এবং ‘Continue’ অপশনে ক্লিক করুন।
৪) আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এসএমএসের মাধ্যমে সেটি লিখে ‘Link Ration Card Aadhar Card’ অপশনের ক্লিক করুন তাহলেই লিঙ্ক প্রক্রিয়া সম্পন্ন হবে।

অফলাইনে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক করার পদ্ধতি :

১) আপনার পরিবারের সকল সদস্যের আধার ও রেশন কার্ডের জেরক্স কপি করুন।
২) যদি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকে তাহলে আপনার ব্যাংকের পাস বইয়ের একটি জেরক্স কপি সঙ্গে রাখুন।
৩) আপনার পরিবারের প্রধান যে আছে তার একটি পাসপোর্ট সাইজ ফটো বানান।
৪) এবার আপনার নিকটবর্তী রেশন দোকান,রেশন অফিস অথবা PDS অফিসে গিয়ে জমা করুন।
৫) তারা তথ্য নিশ্চিত করার জন্য আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে।
৬) আপনার দেওয়া সমস্ত ডকুমেন্ট সঠিক জায়গায় পৌঁছে গেলে আপনাকে আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক হল কিনা এসএমএস বা ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
৭) আর লিঙ্ক প্রক্রিয়া শেষ হলে সেটিও আপনি এসএমএসের মাধ্যমে জানতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *