Textile Park : চালু হচ্ছে সাতটি বড় টেক্সটাইল পার্ক,দেশজুড়ে হবে ২০ লক্ষ কর্মসংস্থান।

0
7 mega textile parks in india

ভারতের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে আরও উন্নত করতে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে দেশে ৭টি মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে কেন্দ্রে সরকার। এই ৭টি টেক্সটাইল পার্ক তৈরি হবে দেশে আলাদা আলাদা ৭টি রাজ্যে। এই রাজ্য গুলি হলো মহারাষ্ট্র,গুজরাট,কর্ণাটক,তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ,তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিওনস অ্যান্ড অ্যাপারেল (PM MITRA) প্রকল্প অনুসারে দেশে এই ৭টি টেক্সটাইল পার্ক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এই প্রকল্পের ফলে দেশের বহু বেকার যুবক যুবতী উপকৃত হবে। তাদের জন্য তৈরি হবে কর্মসংস্থান।

এই বিষয়ে নরেন্দ্র মোদি জানিয়েছেন,এই সমস্ত টেক্সটাইল পার্ক গুলি তৈরি হলে দেশে প্রায় ২০ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে আর এই সমস্ত টেক্সটাইল পার্ক গুলোতে আধুনিক ব্যবস্থা গড়ে তোলা হবে।

(Lakhir Bhandar News : লক্ষীর ভান্ডার প্রকল্পে বড় আপডেট,না মানলে পাবেন না টাকা)

কেন্দ্র সরকার এই টেক্সটাইল প্রকল্পটি প্রথম ঘোষণা করে ২০২১ সালের অক্টোবর মাসে। এই প্রকল্পের পিছনে ৪৫০০ কোটি টাকা খরচের কথা ঘোষণা করা হয়। ২০২২-২৩ সালে ঘোষিত কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০২৭ সালের মধ্যে টেক্সটাইল পার্ক গুলি স্থাপন ও চালুর প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

এই বিষয়ে টেক্সটাইল মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আমরা এই পার্ক গুলির পিছনে ৭০,০০০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছি। এর ফলে গোটা দেশে প্রায় ২০ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে যা টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে একটি নতুন দিশা দেখাবে।

তিনি আরো জানান,এই টেক্সটাইল পার্ক গুলি চালু হলে কর্মসংস্থানে পাশাপশি দেশের ইকোনমি বৃদ্ধিতেও সহায়ক হবে এবং বিদেশি কোম্পানির গুলি ভারতে টেক্সটাইল বাজারের প্রতি আরও বেশি করে আগ্রহ দেখাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *