Cyber Attack : বড়সড় সাইবার হামলার আশঙ্কা ভারতে;সতর্ক থাকতে বললো কেন্দ্র।
আবারও ভারতে সাইবার হানার আশঙ্কা প্রকাশ করেছে সরকার। এবারের টার্গেট সরকারি দপ্তর।সূত্রের খবর অনুসারে ভারতের প্রায় ১২ হাজার সরকারি ওয়েবসাইটে সাইবার হানার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে সরকার। এই খবর সামনে আসতেই সাইবার নিরাপত্তা কর্মীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাই সরকারের তরফ থেকে আগাম সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে,এই সাইবার হামলা ইন্দোনেশিয়া থেকে হবে বলে জানা গেছে। ইন্দোনেশিয়ার একদল হ্যাকাররা ভারতের সরকারি ওয়েবসাইটের উপরে টার্গেট করেছে। এই রিপোর্টে সাইবার হানার দুটি উদ্দেশ্য প্রকাশ করেছে ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার,প্রথম উদ্দেশ্য হচ্ছে ভারতের সরকারি ওয়েবসাইট গুলিকে অচল করে দেওয়া আর দ্বিতীয় সরকারি সমস্ত ডেটা ফাঁস ও চুরি করা।
(UPI : অ্যাকাউন্টে টাকা না থাকলেও পাঠানো যাবে টাকা,নতুন পদ্ধতিতে আরও সহজ লেনদেন)
এই সাইবার হামলা সফল হলে ভারতের সাইবার নিরাপত্তা বড়সড় ক্ষতির মুখে পড়বে। সরকার ও নাগরিকদের বহু গুরুত্ত্বপূর্ণ তথ্য ফাঁস ও চুরি যাবে। তাই ভারত সরকার কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি দপ্তর গুলিকে সতর্ক থাকতে বলেছে। সমস্ত সিস্টেম সর্বদা আপডেট রাখতে বলা হয়েছে। অজানা অচেনা লিঙ্কে যেন কেউ ক্লিক না করে সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। নিরাপত্তার জন্য যা যা করা দরকার সব ধরনের ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের উপরে এমন সাইবার আক্রমণের ঘটনা নতুন নয়,বিগত বছরের ডিসেম্বরে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ সেন্টারে হ্যাকাররা হামলা চালায়। তার কিছু সময় আগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সের ওয়েবসাইটের উপরে হামলা চালিয়ে গোটা সিস্টেমকে অচল করে দিয়েছিল হ্যাকাররা। ২০২২ সালে ১৯টি ছোটো বড়ো সাইবার হামলার খবর সামনে এসেছে।
বিগত কিছু সময়ে নিরাপত্তার খাতিরে বহু বিদেশি অ্যাপকে নিষিদ্ধ করে ভারত সরকার। তার মধ্যে একটা বড়ো অংশ ছিল চিনা অ্যাপ গুলি। সীমান্ত সংঘাতের কারণে চিনের সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরে। চিনা অ্যাপ গুলির বিরুদ্ধে ভারতীয়দের ডেটা চুরি করে অসামাজিক কাজে ব্যবহারের অভিযোগ ওঠে। তার পরেই বহু চিনা অ্যাপকে ভারতে নিষিদ্ধ করা হয়। তবে প্রায়শই এই ধরনের ঘটনার ফলে ভারতের সাইবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।