স্মার্টফোন নিয়ে বিশেষ ঘোষণা TRAI-এর;জানুন পুরো তথ্য।

0
5g in india

ফাইভ জি (5G) লঞ্চের ফলে টেলিকম জগতে আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। বিগত বছরে ১লা অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতে 5G ইন্টারনেট পরিষেবা চালু হয় । এর কিছু দিনের মাথায় টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেল দেশের কিছু কিছু শহরে 5G পরিষেবা চালু করে দেয়। বলা হয়েছে ২০২৪ সালের মধ্যে দেশের প্রতিটি অংশে 5G পরিষেবা পৌঁছে যাবে।

এদিকে 5G লঞ্চের আগে থেকেই রিয়েলমী,রেডমি,ভিভো,ওপো,স্যামসাং ইত্যাদি নামী স্মার্টফোন কোম্পানি গুলি 5G ফোন লঞ্চ করা শুরু করে দেয়। কিন্তু বর্তমানে এই সমস্ত ফোনের দাম 3G, 4G ফোনের থেকে অনেকটাই বেশি। এই অতিরিক্ত দামের ফোন দেশের বড় একটা অংশের সাধ্যর বাইরে যা চিন্তার বিষয়। এদিকে 5G ইন্টারনেট লঞ্চ হলেও এই ইন্টারনেট ব্যবহার করতে কেমন খরচ হবে সেই বিষয়েও এখনও অবধি কোনো নির্দিষ্ট ঘোষণা হয়নি। ভারতবর্ষ কে ডিজিটাল ভারত বানানোর পথে এটা একটা বাধা হতে পারে বলে মনে করছে “TRAI” (টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়া)।

কি ঘোষণা করছে TRAI :

শুধু 5G স্মার্টফোন নয় ইন্টারনেটে পরিষেবা প্রদান সহ অন্যান্য সমস্যা গুলি সমাধানের ক্ষেত্রেও উদ্যোগ নেবে বলে জানিয়েছে TRAI। দেশের প্রতিটি মানুষ যেন এই ডিজিটাল ব্যবস্থাকে উপভোগ করতে পারেন সেই বিষয়েও নজর রাখবে তারা। বর্তমানে টেলিকম রেগুলেটরি অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের নাম পি ডি ভাগেলা। তিনি বলেছেন,”2G,3G মোবাইল ফোনের দাম ব্যাপকভাবে কমেছে। 4G ফোনের দামও কমেছে,কিন্তু 5G ফোনের দাম খুব বেশি এবং প্রাপ্যতাও একটি সমস্যা।”

(আরও পড়ুন : OTP ছাড়া খুলবে না দরজা,রেলে চালু হচ্ছে নয়া প্রযুক্তি? জানুন পুরো খবর)

এই বিষয়ে তিনি আরও জানিয়েছেন – “আমরা দেশে ডিজিটাল অন্তর্ভুক্তি আরও জোরদার করার জন্য ব্যাপকভাবে সম্বোধন করার জন্য একটি পরামর্শপত্র নিয়ে আসার পরিকল্পনা করছি।”

ভারতে 5G ইন্টারনেটে চালু হওয়ার পরে 5G ফোনের দামও দিনের পর দিন আরও বৃদ্ধি পাচ্ছে। TRAI একটি বিশ্লেষণে বলা হয়েছে ভারতবর্ষে 5G ফোন কিনতে গেলে বর্তমান সময়ে ২৫,০০০ থেকে ৩০,০০০ টাকা খরচ করতে হচ্ছে মানুষ কে। যদি এই মূল্য নামিয়ে ১৫,০০০ থেকে ২০,০০০ করা যায় তাহলে সকলের সাধ্যর মধ্যে হবে বলে মনে করা হচ্ছে।

তবে এই বিষয়ে এখনও অব্দি চূড়ান্ত কিছু ঘোষণা হয়নি। জানা যাচ্ছে TRAI এর তরফ থেকে একটি লিখিত নির্দেশিকা জারি করা হবে। যার মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কবে কখন এই নির্দেশিকা জারি হবে সেই খবর এখনও অব্দি অজানা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *