Heat In West Bengal : নাজেহাল মানুষ,কবে নামবে স্বস্তির বৃষ্টি ? জানাল হাওয়া অফিস।
সামনের কয়েকদিনও তীব্র গরমে হাঁসফাঁস করবে রাজ্যবাসী। বর্তমান রাজ্যের সর্বত্র তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। সামনের কয়েক সপ্তাহে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছ পশ্চিমবঙ্গের ১৭ টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি টপকে গেছে। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৪২ থেকে ৪৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে,সঙ্গে বইবে লু। এরই মধ্যে রাজ্যবাসীর অস্বস্তি বাড়িয়ে বইছে গরম শুকনো বাতাস তার সঙ্গে প্রখর সূর্যের তাপ।
রাজ্যের কয়েকটি জেলায় সামনের কয়েকদিনে বাড়তে পারে তাপপ্রবাহের প্রকোপ। জেলাগুলির মধ্যে আছে পূর্ব বর্ধমান,পশ্চিম বর্ধমান,হাওড়া,হুগলি,কলকাতা,উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর,মুর্শিদাবাদ,নদিয়া,ঝাড়গ্রাম এবং বীরভূম। দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রী ছুঁয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর,মালদহ জেলায় ৪০ ডিগ্রী টপকেছে তাপমাত্রা।
(Summer Holiday : তীব্র দাবদাহে গরমের ছুটির আগে এক সপ্তাহ ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর)
তবে তীব্র দাবদাহের (Heat Wave) মধ্যেই উত্তরবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় চলতি সপ্তাহে নামতে পারে বৃষ্টি। জেলাগুলি হল জলপাইগুড়ি,দার্জিলিং,কালিম্পঙ,আলিপুরদুয়ার ও কোচবিহার। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এখনও পযন্ত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। তবে শনিবারের পর থেকে কমতে পারে গরম। কোন কোন জেলায় আবহাওয়া মেঘলা থাকার সম্ভাবনা,হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত।
প্রবল উত্তাপের দরুন বেলা ১০ টার পর থেকে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। উত্তাপ থেকে বাঁচতে রাস্তার ধারের দোকানগুলি সাটার অর্ধেক নামানো। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে চলতি সপ্তাহে স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এগিয়ে আনা হচ্ছে গরমের ছুটি। যদিও স্কুলগুলিতে পুরোপুরি ছুটি ঘোষণা না করে সকালে স্কুল চালু রাখার পক্ষে মতামত ব্যক্ত করেছেন শিক্ষা মহলের একাংশ।
হিট স্টোক থেকে বাঁচতে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে বারণ করা হচ্ছে। একান্তই প্রয়োজনে বেরোনোর দরকার পড়লে ছাতা,রোদ চশমা,রুমাল দিয়ে মুখ ঢেকে বেরোনোর কথা বলা হচ্ছে। চিকিৎসকরা বেশি করে শশা,তরমুজ,ঘোল,সরবত খাওয়ার পরামর্শ দিচ্ছেন। খাদ্যতালিকায় অত্যধিক মশলাযুক্ত খাবার বাদ দিয়েছ হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।