ফোন চুরি গেছে ? আর চিন্তা নেই,সরকারি ওয়েবসাইট থেকে সহজেই খুজে বের করুন,বিস্তারিত জানুন।
আপনার স্মার্টফোনটি কি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে ? এবার আর চিন্তা নেই। ফোন খুঁজে বের করার জন্য কেন্দ্র সরকার সারা দেশে চালু করেছে সিইআইআর বা সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রি (CEIR) সিস্টেম। এর মাধ্যমে আপনি সহজেই খুজে বের করতে পারবেন নিজের হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া স্মার্টফোনটি।
সর্বপ্রথম এই সিস্টেমটি ২০১৯ সালে গোয়া,মহারাষ্ট্র,দাদরা,দিল্লির মতো জায়গায় চালু করা হয়। সরকারের উদ্দেশ্য ছিলো দেশের প্রতিটি প্রান্তে এই সিস্টেম পৌঁছে দেওয়া কিন্তু করোনা ভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। তাই বর্তমানে নতুন করে এই সিস্টেমকে দেশের প্রতিটি মানুষের জন্য চালু করা হয়েছে।
এই সিস্টেমটি আপনি CEIR ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। কেন্দ্র সরকারের নিয়ম অনুসারে প্রত্যেক ফোনের IEMI (আইইএমআই) তথ্য CEIR পোর্টালে জমা থাকবে। এই তথ্য ধরেই সিইআইআর (CEIR System) সিস্টেম আপনার ফোনকে খুঁজে বের করে দেবে অথবা ব্লক করে দেবে যাতে ওই ফোনটিকে কেউ বেআইনি কাজে ব্যবহার করতে না পারে।
(Nominee In Ration Card : আর লাইন দিতে হবে না রেশন দোকানে,বাড়িতে বসেই মিলবে রেশন)
কি ভাবে CEIR পদ্ধতিতে ফোন খুঁজে বের করবেন ?
CEIR ওয়েবসাইট ব্যবহার করার আগে অবশ্যই আপনার নিকটবর্তী থানায় হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া ফোনের নামে একটি FIR করতে হবে।
১) প্রথমে ceir.gov.in ওয়েবসাইটে প্রবেশ করুন। ফোনের IMEI নম্বরটি ব্লক করার জন্য।
২) এবার CEIR পেজের ‘Block Stolen/Lost Mobile’ অপশনে ক্লিক করুন। আপনি যখনই এই অপশনটি নির্বাচন করবেন,তখন আপনাকে ‘Request For Blocking Lost/Stolen Mobile Phone’ পেজে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার মোবাইল নম্বর,ডিভাইস ব্র্যান্ড,হারানো ফোনের অবস্থান,হারানো তারিখ,মালিকের নাম,ঠিকানা,পরিচয় যাচাইকরণ এবং অন্যান্য বিবরণ দিয়ে Submit অপশনে ক্লিক করুন।
৩) সমস্ত তথ্য দেওয়ার পরে আপনাকে একটি আইডি নম্বর দেওয়া হবে। এই নম্বরটি আপনাকে আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে বের করতে সাহায্য করবে।
৪) আপনি যদি হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধার করে থাকেন তাহলে যে IMEI নম্বরটি ব্লক করেছেন সেটিকে আনব্লক করতে হবে না হলে আপনার ফোন চালু হবে না। আনব্লক করার জন্য CEIR হম পেজে ‘Un-Block Found Mobile’ নামক অপশনে ক্লিক করে আপনার আইডি ও মোবাইল নম্বর লিখে Submit বিকল্পে ক্লিক করুন। কিছু সময় পরে পুনরায় আপনার IMEI নম্বরটি চালু হয়ে যাবে।