ইন্টারনেট ছাড়াই যে কোন অ্যাকাউন্টে টাকা পাঠান,জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি।

0
upi lite

অনলাইন পেমেন্ট ব্যবস্থা ভারতের দ্রুত হারে ছড়িয়ে গেছে। নগদে পেমেন্ট বাদ দিয়ে অনলাইন পেমেন্ট কে বেশি পছন্দ করছে মানুষ। যদিও সুবিধা যেমন আছে তেমনই অসুবিধাও আছে। যেমন অনলাইন পেমেন্ট ক্ষেত্রে স্থিতিশীল ইন্টারনেটের প্রয়োজন হয়। বিনা ইন্টারনেটে অনলাইন পেমেন্ট সম্ভব না। অনেক সময় ইন্টারনেট ব্যবস্থা ভালো না থাকার কারণে টাকা পেমেন্ট করতে অনেক সময় লেগে যায়। কোনো কোনো সময় আবার পেমেন্ট পেন্ডিং-এ থেকে যায়। আবার কখনও সার্ভার ডাউন থাকে।

এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে গত বছর অর্থাৎ ২০২২ সালে সেপ্টেম্বর মাসে ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ‘ইউপিআই লাইট’ (UPI Lite) নামে একটি নতুন পেমেন্ট পদ্ধতি লঞ্চের ঘোষণা করে। যদিও তখন শুধু ঘোষণা করা হয় চালু করার বিষয়ে কিছু বলা হয়নি।

(আরও পড়ুন : ঘরে বসেই হবে আধার কার্ডের সব সমস্যার সমাধান; নতুন পরিষেবা নিয়ে এল UIDIA)

কি এই ইউপিআই লাইট (UPI Lite) :

এটি এক ধরনের পেমেন্ট পদ্ধতি যার জন্য কোনো ইন্টারনেট বা পিন কোডে দেওয়ার প্রয়োজন হবে না। রিজার্ভ ব্যাংকের ঘোষণার পরে এই ফিচারটি দেশে সর্বপ্রথম পেটিএম (Paytm) কোম্পানির হাত ধরে চালু হয়। গত ১৬ ফেব্রুয়ারি কোম্পানির তরফে থেকে এই পরিষেবা সকলের জন্য চালু করার কথা ঘোষণা করা হয়। Paytm অ্যাপের মধ্যে ‘paytm lite’ নামে ফিচারটি যোগ করা আছে। বলা হচ্ছে পরবর্তীতে PhonPe সহ অন্যান্য অনলাইন পেমেন্ট অ্যাপ গুলিও খুব দ্রুত এই ফিচারটি চালু করবে ।

এই ইউপিআই লাইট পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি পিন কোড ব্যবহার না করেই সর্বোচ্চ ২০০ টাকা অব্দি ট্রানজেকশন করতে পারবেন । আর দিনে সর্বোচ্চ ৪০০০ টাকা যোগ করতে পারবেন ইউপিআই লাইট ওয়ালেটে। এর ক্ষেত্রে কোনো ট্রানজাকশন লিমিট নেই। আপনি যতবার ইচ্ছা পাঠাতে পারবেন।

কি ভাবে ইউপিআই লাইটের মাধ্যমে পেমেন্ট করবেন ?

  • প্রথমে আপনাকে যে কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেটিএম লাইট ওয়ালেটে টাকা যোগ করতে হবে।
  • যাকে টাকা পাঠাতে চান তার QR কোড স্ক্যান করুন অথবা নম্বর লিখুন।
  • যতো টাকা পাঠাতে চান সেই টাকার পরিমাণ লিখুন।
  • এবার সেন্ড করে দিন। তাহলেই আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে।
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *