নির্ধারিত সময়ের আগেই অনেক আগেই বেরোবে HS Exam Result ? বিস্তারিত জানুন।
গত ২৭ শে মার্চ শেষ হয়েছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam 2023)। পরীক্ষার শেষে শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকের জানান জুন মাসের ১০ তারিখের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে শিক্ষা সংসদ সূত্রে খবর জুন মাসের ১০ তারিখের আগেই প্রকাশ করা হতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ফলাফল নির্ধারিত সময়ের আগেই প্রকাশের পাওয়ার সম্ভাবনার কারণ এবারের উত্তরপত্রের প্যাটার্ন।
চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তরপত্র দুটি ভাগে পার্ট-এ ও পার্ট-বিতে বিভক্ত হওয়ায় পরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়ন করতে আগের বছরগুলোর তুলনায় অনেক কম সময় লাগছে বলে জানা গেছে। পরীক্ষা শেষ হওয়ার মাত্র দশ দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসগুলোতে অনেক শিক্ষক শিক্ষিকারা উত্তরপত্র জমা দিচ্ছেন বলে জানা যাচ্ছে। মনে করা হচ্ছে এবছর শিক্ষক শিক্ষিকারা অন্যান্য বছরের তুলনায় অনেক আগেই উত্তরপত্র জমা করে দেবেন। শিক্ষক শিক্ষিকারা তাড়াতাড়ি উত্তর পত্র জমা করলে তাড়াতাড়ি ফলাফল প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে। যদিও এ বিষয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছায়নি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে যে হারে উত্তরপত্র সংসদের অফিসগুলিতে জমা পড়ছে তাতে করে নির্ধারিত সময়ের আগেই প্রকাশ করা হতে পারে উচ্চমাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Higher Secondary Result Date 2023) নির্ধারিত সময়ের আগে প্রকাশিত হলে কলেজে ভর্তির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে পড়ুয়াদের।
এবছর প্রশ্নফাঁস,অবাধে টোকাটুকি রুখতে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। পরীক্ষা কেন্দ্রগুলির মেন গেটে নজরদারির দায়িত্ব দেওয়া হয় পুলিশের উপর। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ঢোকা রুখতে কঠোর নির্দেশিকা জারি করে সংসদ,২৩৫ টি স্পর্শকাতর কেন্দ্রে মেটাল ডিটেক্টরের সাহায্যে চালানো হয় নজরদারি। পরীক্ষাকেন্দ্রে টোকাটুকি,ভাঙচুর হলে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশিকা দেওয়া হয়,এমনকি স্কুলের স্বীকৃতি বাতিল হতে পারে বলে জানায় সংসদ।
এর আগে গত ৮ ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু ঠিক আগে পরীক্ষকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে খাতা দেখার পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি যাতায়াত খরচ সহ ক্যাম্প কো-অর্ডিনেটরদের পারিশ্রমিক বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।