HS Exam Routine 2023 : ১৪ মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক,দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন।
সামনের ১৪ মার্চ (মঙ্গলবার) থেকে শুরু হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা,চলবে ২৭শে মার্চ পর্যন্ত। একই সঙ্গে চলবে একাদশ শ্রেণীর পরীক্ষাও। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে,শেষ হবে ১ টা ১৫ টে। তার মধ্যে প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পড়ার সময় দেওয়া হবে।
দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন :
দিন | বিষয় |
১৪মার্চ (মঙ্গলবার ) | বাংলা(A),ইংরেজি(A),হিন্দি(A),নেপালি(A),উর্দু,সাঁওতালি,উড়িয়া,তেলেগু,গুজরাটি,পাঞ্জাবি। |
১৬ মার্চ (বৃহস্পতিবার) | ইংরেজি (B),বাংলা(B),হিন্দি(A) নেপালি(B),অল্টারনেটিভ ইংলিশ। |
১৭ মার্চ (শুক্রবার) | সকল ভোকেশনাল সাবজেক্ট। |
১৮ মার্চ (শনিবার) | বায়োলজিক্যাল সায়েন্স,পলিটিকাল সায়েন্স,বিজনেস স্টাডিস। |
২০ মার্চ (সোমবার) | অংক,সাইকোলজি,অ্যানথ্রোপোলজি,ইতিহাস,অ্যাগ্রনমি। |
২১ মার্চ (মঙ্গলবার) | কম্পিউটার সাইন্স,মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন,মিউজিক,ভিজ্যুয়াল আর্ট,শারীর শিক্ষা,পরিবেশ বিজ্ঞান। |
২২ মার্চ (বুধবার) | দর্শন,সমাজ বিজ্ঞান,কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিজ অফ অডিট। |
২৩ মার্চ ( বৃহস্পতিবার | পদার্থ বিজ্ঞান,পুষ্টি বিজ্ঞান,এডুকেশন,অ্যাকাউন্টেন্সি। |
২৪ মার্চ (শুক্রবার) | অর্থনীতি। |
২৫ মার্চ (শনিবার) | রসায়ন,সংস্কৃত,ফারসি,আরবি,ফরাসি,জার্নালিজম ও মাস কমিউনিকেশন। |
২৭ মার্চ (সোমবার) | ভূগোল,স্টাস্টিসটিক্স,কস্টিং এন্ড ট্যাক্সশেশন,ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন। |
কিছুদিন আগে ৪ই মার্চ শেষ হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন করতে নজির বিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। তবুও বিতর্ক এড়ানো যায়নি। অঙ্ক পরীক্ষার দিন প্রশ্নপত্রে গ্রাফ পেপার (Graph Paper) দেওয়ার নির্দেশ থাকলেও তা না দেওয়ায় অথৈ জলে পড়ে পরীক্ষার্থীরা,উত্তরপত্রে ছক একে গ্রাফ করতে হয় পরীক্ষার্থীদের। ইংরেজি পরীক্ষার দিন ওঠে প্রশ্ন ফাঁসের অভিযোগ,যদিও তা অন্তর্ঘাত বলে দাবি করেন পর্ষদ সভাপতি। এছাড়া কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই শেষ হয় মাধ্যমিক পরীক্ষা।
(HS Exam 2023 : বাতিল হতে পারে স্কুলের স্বীকৃতি,নয়া নির্দেশিকা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের)
উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় যাতে করে কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয় সেজন্য ২০ দফার নির্দেশিকা দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।