Agniveer Recruitment 2023 : চার বছর পর মিলবে ১০ লাখ,১০ শতাংশ সংরক্ষণ বিএসএফের।
কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকার গতবছরে ১৪ জুন ‘অগ্নিপথ’ প্রকল্পের (Agnipath Scheme) সূচনা করে। নয়া এই প্রকল্পের সূচনা করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান এই প্রকল্পের মাধ্যমে জল,স্থল ও বায়ু সেনায় চুক্তির ভিত্তিতে চার বছরের জন্য ভারতীয় সেনায় নিয়োগ করা হবে। চার বছরের জন্য নিয়োগ করা এই সকল সেনাদের ‘অগ্নিবীর’ (Agniveer Army) নামে ডাকা হবে। অগ্নিবীর প্রকল্পে নিয়োগের (Agniveer Recruitment 2023) বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। নিচে বিস্তারিত দেওয়া হল।
পদের নাম : অগ্নিবীর (Agniveer Scheme)
আবেদনের যোগ্যতা :
অগ্নিবীর জেনারেল ডিউটি : সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে ৪৫শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ,প্রত্যেক বিষয়ে কমপক্ষে ৩৩ শতাংশ নম্বর পেলে অগ্নিবীর প্রকল্পে জেনারেল ডিউটি(Agniveer General Duty) পদের জন্য আবেদন করা যাবে।
অগ্নিবীর ট্রেডসম্যান (অষ্টম শ্রেণী) : নূন্যতম ৩৩ শতাংশ নম্বর নিয়ে অষ্টম শ্রেণী পাশ থাকলে ট্রেডসম্যান (Agniveer Tradesman) পদের জন্য আবেদন করা যাবে।
অগ্নিবীর ট্রেডসম্যান (দশম শ্রেণী) : নূন্যতম ৩৩ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণী পাশ থাকলে দশম শ্রেণীর ট্রেডসম্যান পদের জন্য আবেদন করা যাবে।
টেকনিকাল পোস্ট : অগ্নিবীর টেকনিকাল পোস্টে (Agniveer Technical Post) পদে আবেদনের জন্য প্রার্থীকে যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে।
অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার : ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোন শাখায় দ্বাদশ শ্রেণী পাশ,প্রত্যেক বিষয়ে ৫০ শতাংশ নম্বর থাকলে অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার (Agniveer Clerk/Store Keeper) পদে আবেদন করা যাবে।
বয়স : প্রার্থীদের বয়স হতে হবে ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছরের মধ্যে। উচ্চতা,ওজন ইত্যাদি শারীরিক মাপজোক অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে।
আবেদনের তারিখ : ১৬ ফেব্রুয়ারী থেকে ১৫ মার্চ।
নিয়োগ প্রক্রিয়া : সম্প্রতি অগ্নিবীর নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করে তিন ধাপে করা হয়েছে। প্রথমে পরীক্ষার্থীদের অনলাইনে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা দিতে হবে,যা ১৭ থেকে ৩০ এপ্রিলের মধ্যে সারা ভারতে জুড়ে ১৭০ থেকে ১৮০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীরা র্যালিতে যোগদানের সুযোগ পাবে। র্যালিতে নির্বাচিত হলে শেষ ধাপে মেডিকেল টেস্টের জন্য ডাকা হবে।
আবেদন ফী : অগ্নিবীণ প্রকল্পে আবেদন ফী রাখা হয়েছে ৫০০ টাকা,যার মধ্যে ২৫০ টাকা দেওয়া হবে ভারতীয় সেনার তরফে। প্রার্থীরা ২৫০ টাকা দিয়ে কেবলমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে।
বেতন ও সুযোগ সুবিধা : প্রত্যেক প্রার্থীকে চার বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রথম বছরে প্রতি মাসে ৩০ হাজার টাকা,দ্বিতীয় বছরে প্রতি মাসে ৩৩ হাজার টাকা,তৃতীয় বছরে প্রতি মাসে বছরে ৩৬ হাজার ৫০০ টাকা,চতুর্থ বছরে প্রতি মাসে ৪০ হাজার টাকা করে দেওয়া হবে।
চার বছর সম্পূর্ণ হলে ৭৫ শতাংশ অগ্নিবীরকে স্বেচ্ছাঅবসরে পাঠানো হবে,বাকি ২৫ শতাংশকে ভারতীয় সেনায় (Indian Army) স্থায়ী ভাবে নিয়োগ দেওয়া হবে। স্বেচ্ছা অবসরের সময় প্রত্যেক অগ্নিবীরকে এককালীন ১০ লাখ টাকা করে দেওয়া হবে। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রতি বছর সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের (BSF) ১০ শতাংশ শূন্যপদ স্বেচ্ছা অবসর প্রাপ্ত অগ্নিবীরদের জন্য সংরক্ষণ করা থাকবে,এজন্য তাদেরকে দিতে হবে না শারীরিক পরীক্ষাও।
অগ্নিবীর নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানার জন্য ভারতীয় সেনার আফিসিয়াল ওয়েবসাইট https://www.joinindianarmy.nic.in/ দেখুন।