২০০ চ্যানেল ফ্রী,বাতিল হবে সেট টপ বক্স;এন্টেনা বসালেই দেখা যাবে টিভি।
বর্তমানে স্মার্টফোনের মতো টেলিভিশন বা টিভিও মানুষের নিত্যদিনের বিনোদনের একটি অঙ্গ হয়ে উঠেছে। টেলিভিশনের মাধ্যমে মানুষ আলাদা আলাদা চ্যানেলের মাধ্যমে খেলা,খবর,সিনেমা ও বিভিন্ন প্রকার অনুষ্ঠান দেখতে ও শুনতে পায়। আর বর্তমানে মানুষের মধ্যে টিভি দেখার প্রবনতা আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে,সেই কারনে বৃদ্ধি পেয়েছে চ্যানেলর সংখ্যাও। আগে হাতেগোনা কিছু চ্যানেল দেখা যেত। Stastia (স্ট্যাটিসটা) রিপোর্ট অনুসারে ভারতবর্ষে ২০১৬ সালে টিভি ব্যবহারকারির সংখ্যা ছিল ১৪৯ লক্ষ, যা ২০২১ সালে এসে দাঁড়িয়েছে ১৬৪ লক্ষ। তারা আরও বলেছে যে ২০২৬ সালের মধ্যে এই সংখ্যা গিয়ে দাঁড়াবে ১৮০ লক্ষ। বর্তমানে টিভি চ্যানেলগুলি দেখার জন্য লাগাতে হয় সেট টপ বক্স (Set Top Box)। আর এই সেট টপ বক্স ব্যবহার করলে বাৎসরিক হিসেবে অথবা মাসিক হিসেবে দিতে হয় টাকা। আর এই খরচ অনেকের কাছেই ব্যায়বহুল হয়ে পরে।
এবার সেই সেট টপ বক্সের বদলে স্যাটেলাইটের মাধ্যমে টিভির চ্যানেল সম্প্রচারের ব্যবস্থা করবে বলে চিন্তা ভাবনা করছে ভারত সরকার। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছেন, ‘আমি আমার বিভাগে একটি নতুন শুরু করেছি। আপনার টেলিভিশনে যদি একটি বিল্ট-ইন স্যাটেলাইট টিউনার থাকে, তাহলে আলাদা সেট-টপ বক্স রাখার প্রয়োজন হবে না। রিমোটের ক্লিকে একজন 200 টিরও বেশি চ্যানেলের অ্যাক্সেস পেতে পারে’।
(আরও পড়ুন : জেনে নিন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করার শেষ তারিখ;না হলে বাতিল হবে কার্ড)
এই বিষয়ে তিনি আর বলে, “আজ প্রায় ৫৫টি এই জাতীয় চ্যানেল রয়েছে এবং রাজ্য সরকারগুলি আলাদাভাবে তাদের নিজস্ব চ্যানেল শুরু করছে। নিউজ চ্যানেল ছাড়াও, ফ্রি ডিশ-এ সাধারণ বিনোদন চ্যানেলগুলির ব্যাপক প্রসার ঘটেছে”।
নয়া এই পদ্ধতিতে টিভির মধ্যে একটি টিউনার লাগানো থাকবে যা চ্যানেলগুলোর সম্প্রচার করবে আর একটি এন্টেনা বাড়ির ছাদে বা কোনো উচু জায়গায় বসাতে হবে। এই ব্যবস্থা চালু হলে আপনাকে আর আলাদা ভাবে সেট টপ বক্স কিনতে হবে না। আর এতে খরচাও কম হবে বলে জানিয়েছে। যদিও এই কাজ কবে শুরু হবে সেই বিষয়ে এখনও অব্দি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
তবে এর আগে বছর অর্থাৎ ২০২২ সালে শেষের দিকে অনুরাগ ঠাকুর ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে চিঠি লিখে একটি নির্দেশ দিতে বলেন, যে দেশের টিভি প্রস্তুতকারীর সংস্থাগুলি যেন টিভির মধ্যে আগে থেকেই টিউনার লাগিয়ে বাজারে বিক্রি করে। ফলে স্যাটেলাইট ব্যবস্থা চালু হলে নতুন করে টিউনার লাগাতে হবে না। এই ব্যবস্থার চালু হলে দেশে প্রত্যন্ত অঞ্চল গুলিতে বেশি বেশি টেলিভিশন চ্যানেল সম্প্রচার করা সহজ হবে।