AI In Indian Railways : রেলকে উন্নত করতে যুক্ত হচ্ছে এআই ও কোয়ান্টাম কম্পিউটিং।
ভারতের রেল ব্যবস্থাকে আরও উন্নত করতে এবার রেল মন্ত্রক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ও কোয়ান্টাম কম্পিউটিং টেকনোলজির (Quantum Computing Technology) ব্যবহার চালু করতে চলছে। এই বিষয়ে দিল্লিতে একটি টেকনোলজি সেমিনারের আয়োজন করে রেল প্রযুক্তি বিভাগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এছাড়াও উপস্থিত ছিলেন রেলের বিশিষ্ট অফিসার ও কর্মীরা। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI নিয়ে ব্যস্ত গোটা বিশ্ব। ভারতের বাইরে উন্নত দেশ গুলি AI ও কম্পিউটার সিস্টেমের প্রয়োগ করে নিজেদের রেল ব্যবস্থা উন্নত করেছে। তাই ভারত সরকারও চাইছে তাদের রেল ব্যবস্থার মধ্যে এআই (Artificial Intelligence) প্রয়োগ করে মানুষের জন্য আরও সুবিধা করতে।
ইতিমধ্যেই ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাক পদ্ধতি চালু করার জন্য রেল মন্ত্রক ইসরোর (ISRO) সাথে চুক্তিদ্ধ হয়েছে। এই ট্র্যাকিং সিস্টেম চালু হলে নাগরিকরা ট্রেনের বর্তমান লোকেশন নিশ্চিত ভাবে জানতে পারবে। এর ফলে সরকার ও রেলের কাজ অনেকটা সুবিধা হবে।
(Train Last Bogie x Symbol : কেন থাকে ট্রেনের শেষ কামরায় এই চিহ্ন ? টুইট করে জানাল রেল)
এই দিন AI এর সাথে ডেটা অ্যানালিটিক্স (Data Analytics) প্রয়োগের বিষয়েও আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে ডেটা অ্যানালিটিক্সের ব্যবহার চালু হলে ভারতীয় রেলের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য উপকার হবে,রেলের রক্ষণাবেক্ষণকে আরও উন্নত করবে,ট্রেনের সময়সূচীর উন্নত হবে,রেলের যে অতিরিক্ত খরচ তা কমিয়ে দেবে,রেলের ট্রেনের চাহিদার বিষয়ে তথ্য প্রদান করবে,রেলের যে যানজট সেটি ধীরে ধীরে কমাতে পারবে,উন্নত সেবা প্রদানের মাধ্যমে যাত্রীদের অভিজ্ঞতা বৃদ্ধি করবে,উন্নত প্রযুক্তি ব্যবহার করে রেল ব্যস্ততম রুটগুলিকে খুজে বের করতে পারবে,রেলের যে সব সমস্যা গুলি খালি চোখে দেখা সম্ভব নয় সেগুলিতে খুঁজে বের করতে সাহায্য করবে।
যেহেতু এটি একটি বিশাল প্রজেক্ট তাই এই প্রযুক্তি ব্যবহারের কাজ রেল মন্ত্রক আসতে আসতে চালু করবে বলে জানিয়েছে। আশা করা হচ্ছে প্রযুক্তির ব্যাবহারের ফলে কয়েক বছরের মধ্যেই রেল ব্যবস্থাকে সম্পূর্ণ ভাবে বদলে দিতে সক্ষম হবে বলে বিশেষ আশাবাদী রেলমন্ত্রক।