Vande Bharat Express : এক বছরে ২২টি বন্দে ভারত তৈরি করবে টাটা।

0
Vande Bharat Express

রেল ব্যবস্থার উন্নতিতে একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল মন্ত্রক। কিছু দিন আগেই রেলে ব্যবস্থায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) পদ্ধতি চালু করার পরিকল্পনা করে রেল। এছাড়াও নতুন ট্রেন তৈরি,রেল লাইনে উন্নতি,যাত্রী স্বাচ্ছন্দ,বেশি বেশি ডিজিটাল টেকনোলজির প্রয়োগ ইত্যাদি বিষয়ের উপরে জোর দিচ্ছে ভারতীয় রেল (Indian Railway)।

এরই মাঝে আরও একটি সুখবর দিলো রেল মন্ত্রক। জানা গেছে ভারতের নামী স্টিল কোম্পানি ‘টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড’ এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে রেল। এই চুক্তি অনুযায়ী সামনের এক বছরের মধ্যে প্রায় ২২টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) তৈরির দায়িত্ব টাটা কোম্পানির হাতে দিয়েছে রেল।

ভারতীয় রেলের নতুন পরিকল্পনা :

দেশে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা আরও বাড়াতে চাইছে রেল মন্ত্রক। বর্তমানে দেশে ৮টি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে। নতুন এই চুক্তির উপরে ভিত্তি করে রেল মন্ত্রক সামনের দুই বছরের মধ্যে দেশে আরও ২০০ টির মতো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বানানোর পরিকল্পনা করেছে। এছাড়াও ২০২৪ সালের শুরুতেই বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার যুক্ত ট্রেন চালু করবে বলে জানিয়েছে রেল। এই সমস্ত গুরুত্ত্বপূর্ণ পরিকল্পনা গুলিকে দ্রুত বাস্তবায়িত করতেই টাটা স্টিল কোম্পানির সাথে গুরুত্তপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় রেল।

(AI In Indian Railways : রেলকে উন্নত করতে যুক্ত হচ্ছে এআই ও কোয়ান্টাম কম্পিউটিং)

টাটা স্টিলের উপরে যে সব দায়িত্ত্ব দিয়েছে রেল :

ভারতে যত প্রকারের ট্রেন চলাচল করে তার মধ্যে অন্যতম একটি নাম হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার সেই ট্রেনের সিট,এসি থেকে প্রথম টায়ার অব্দি কামরা,LHB (লিংক হফম্যান বুশ) কামরার এবং তার প্যানেল,দরজা,রেল লাইন ইত্যাদি তৈরি করবে টাটা স্টিল কোম্পানি।

রেলের সাথে টাটার চুক্তি :

এখনও অব্দি ভারতীয় রেল টাটার স্টিল কোম্পানির সাথে ১৪৫ কোটি টাকার চুক্তি সাক্ষর করেছে। এই চুক্তি অনুযায়ী টাটা ট্রেনে সমস্ত পার্টস বানানোর কাজ ১২ মাসের মধ্যে সম্পন্ন করবে,এছাড়া এই চুক্তি অনুযায়ী ইতিমধ্যেই ২২টি ট্রেন বানানোর কাজ শুরু করে দিয়েছে।

এই বিষয়ের উপরে টাটা স্টিল কোম্পানির বর্তমান ভাইস প্রেসিডেন্ট দেবাশীষ ভট্টাচার্য বলেছেন,”এই ট্রেনের আসনগুলি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে,যা ১৮০-ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে এবং বিমানের মতো যাত্রী সুবিধা রয়েছে যা ভারতে প্রথম।”

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের কিছু গুরুত্ত্বপূর্ণ ফিচার :

১) এই ট্রেনে আছে আরামদায়ক ও বিমানের মতো উন্নত সিট যা ১৮০ অব্দি ঘুরতে সক্ষম।

২) এই ট্রেন ঘণ্টায় ১৬০কিমি গতিতে চলবে আর সেই গতি তুলতে ট্রেনটি সময় নেয় মাত্র ১৪০ সেকেন্ড।

৩) কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটলে যেন ট্রেন থেকে যাত্রীরা দ্রুত বেরিয়ে আসতে পারে তার জন্য প্রতি কামরায় ৪টি করে এমার্জেন্সি জানলা দেওয়া হয়েছে।

৪) এই ট্রেনের গুরুত্বপূর্ণ একটি ফিচার হচ্ছে কবচ যা ট্রেনের একে অপরের সাথে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলে এটি নিজ থেকে ব্রেক করতে সক্ষম।

৫) এতে আছে উন্নত বন্যা প্রতিরোধকারি টেকনোলজি।

৬) প্রত্যেক কামরায় আছে ৩২ ইঞ্চি স্ক্রিন।

৭) বন্দে ভারতে কোচের বাইরে রিয়ার ভিউ ক্যামেরা সহ চারটি সাইড ক্যামেরা থাকবে যা সর্বদা চালু থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *