OTP ছাড়া খুলবে না দরজা,রেলে চালু হচ্ছে নয়া প্রযুক্তি? জানুন পুরো খবর।
বিশ্বের যতো বড়ো বড়ো রেল ব্যবস্থা আছে তার মধ্যে ভারতীয় রেলের নাম অন্যতম। প্রতিদিন এই রেলপথে ১ কোটিরও বেশি মানুষ যাতায়াত করে এবং ১৫ থেকে ২০ লক্ষ টনেরও বেশি পণ্য আদানপ্রদান হয়। ভারতীয় রেলে মোট কর্মী সংখ্যা ১২ লক্ষেরও বেশি। মোট স্টেশন সংখ্যা ৭,৪০১টি। ভারতীয় রেল পথের মোট দৈর্ঘ্য ৬৭,৪০০ কিলোমিটার। ভারতবর্ষে রেল ব্যবস্থা সর্ব প্রথম চালু হয় ১৮৫৩ সালে।
দেশের বাণিজ্যিক উন্নতিতে রেলের অবদান গুরুত্ত্বপূর্ণ। দেশে প্রত্যেক দিন প্রচুর পণ্য মালগাড়ির মাধ্যমে আদান প্রদান হয়। আর এই সমস্ত মালবাহী ট্রেন গুলিতে নিরাপত্তাকে আরও শক্ত করতে রেলের তরফ থেকে OTP দ্বারা চালিত একটি নতুন ডিজিটাল লকার সিস্টেম চালু করার কথা বলা হয়েছে। মালবাহী গাড়িতে পণ্য আদান প্রদানের সময় চুরির ঘটনা মাঝে মাঝেই ঘটে। তবে কিছু বছর যাবত এই ধরনের ঘটনা বৃদ্ধি পাওয়ার ফলে রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আরপিএফ (RPF) বা রেলওয়ে প্রটেকশন ফোর্স চলতি বছরে রেলের সম্পত্তি চুরির দায়ে ১১ হাজারের বেশি অপরাধীকে ধরেছে এবং চুরি যাওয়া প্রায় ৭ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে। এই লকার পদ্ধতি চালু হলে রেলের নিরাপত্তা যেমন বৃদ্ধি পাবে,তেমনই রাজস্ব খাতেও বৃদ্ধি পাবে বলে অনেকেই মনে করছেন। বর্তমান সময়ে এই ডিজিটাল লকার সিস্টেম বড়ো পণ্যবাহী গাড়িতে ব্যবহার হয়। তবে ট্রেনে ডিজিটাল লকার সিস্টেমর ব্যবহার কবে থেকে চালু হবে সেই বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানায়নি রেল।
(আরও পড়ুন : ভোটার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই,মোবাইল থেকে ডাউনলোড করে নিন তাড়াতাড়ি;জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি)
কি ভাবে কাজ করবে এই ডিজিটাল লকার ?
যে সমস্ত স্টেশনে পণ্য বোঝায় ও খালি করা হবে সেই স্টেশনের রেলের কর্মকর্তার কাছে একটি ওটিপি (OTP) যাবে। ওই OTP-র মাধ্যমে লকারটি খোলা ও বন্ধ করা যাবে। মালবাহী ট্রেনটি যখন নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে তখন লোকো পাইলট লক বোতাম টিপে লোকেশন কনফার্ম করবে এবং রেল কর্মীর পাঠানো OTP টি ভেরিফাই করবে। এর পরে লকটি খোলার জন্য ট্রেনের ড্রাইভারের মোবাইল নম্বরের একটি OTP যাবে। শুধু তাই নয় মাল পৌঁছানোর সময় ট্রেনে লাইভ লোকেশন রেলের কাছে থাকবে। আর যদি কেউ অন্যায় ভাবে দরজা ভাঙবার বা কাজে বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে রেলের কাছে সঙ্গে সঙ্গে সেই খবর পৌঁছে যাবে। সকল ঘটনার সম্পূর্ণ তথ্য রেলের কাছে জমা থাকবে।