Jio 5G : পশ্চিমবঙ্গের আরও দুটি শহরে ৫জি ইন্টারনেট চালু করলো জিও।

রাজ্যের আরও দুটি শহরে চালু হল জিও ইন্টারনেট

ইন্টারনেট পরিষেবাকে আরও দ্রুত করতে ২০২২ সালের ১লা অক্টোবর ভারতে 5G লঞ্চের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরে রিলায়েন্স জিও,এয়ারটেল,ভিআই মতো নামি টেলিকম সংস্থা গুলিও আসতে আসতে 5G ইন্টারনেট পরিষেবা দিতে শুরু করে এবং রীতিমতো প্রতিযোগিতায় নেমে পরে নিজেদের মধ্যে। বর্তমানে ভারতবর্ষে 5G ইন্টারনেট লঞ্চের ক্ষেত্রে সব থেকে এগিয়ে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা রিলায়েন্স জিও। দেশে দ্রুত গতির সস্তায় ইন্টারনেট পরিষেবা প্রদানে এই সংস্থার অবদান বিশেষ।

এখনও পর্যন্ত গোটা দেশের মধ্যে ১৭টি রাজ্যের ১৮৪ টি শহরে জিও ৫জি পরিষেবা চালু করেছে করেছে তারা। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি শহর,গ্রাম,মহল্লা,পাড়ায় 5G ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে। এই 5G ইন্টারনেটের (Jio 5G Internet Connection) বিষয়ে জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি বলেছে্‌ ‘যেহেতু ভারতের প্রতিটি গ্রামে শীঘ্রই 5G থাকবে,আমরা নিশ্চিত করতে পারি যে শহর-গ্রামীণ বিভাজন দূর করা হয়েছে। কোনও ভারতীয় উচ্চ-মানের শিক্ষা,উচ্চ-মানের স্বাস্থ্যসেবা এবং উচ্চ উৎপাদনশীলতা থেকে বঞ্চিত হবে না’।

(আরও পড়ুন : কি ভাবে আবেদন করবে শিল্প সাথী প্রকল্পে,কি কি সুবিধা পাবেন জানুন)

পশ্চিমবঙ্গে 5G পরিষেবা :

দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গেও 5G পরিষেবা চালু করেছে জিও। প্রথম পর্যায়ে কলকাতা ও শিলিগুড়ি এই দুটি শহরে 5G পরিষেবা চালু করা হয়। এবার সেই লিস্টে আরও দুটি শহর যোগ করেছে তারা।এখন থেকে আসানসোল ও দুর্গাপুরে 5G ইন্টারনেট পরিষেবা পাবেন গ্রাহকরা। এই নিয়ে রাজ্যে মোট ৪টি শহরে 5G ইন্টারনেট চালু করলো জিও। আগামী সময়ে সারা রাজ্যে জুড়ে ফাইভ জি (5G) এই পরিষেবা পৌঁছে যাবে বলে জানিয়েছে তারা।

আপনার শহরে/রাজ্যে 5G পরিষেবা আছে কি না জানুন এই পদ্ধতিতে :

  1. সর্বপ্রথম জিও অফিসিয়াল ওয়েবসাইটে (jio.com) প্রবেশ করুন।
  2. এবার একদম উপরে বাম দিকে তিনটি লাইনে ক্লিক করুন।
  3. আপনার সামনে অনেক গুলি অপশন খুলে যাবে। এর মধ্যে থেকে ‘true 5G’ নামক লেখায় ক্লিক করুন। আপনার সামনে নতুন পেজ খুলে যাবে।
  4. এর পরে একটু নিচের দিকে স্ক্রল করলে সার্চ অপশন পাবেন। ওই সার্চ অপশনে আপনি যে আপনার রাজ্যের নাম বা শহর দিয়ে সার্চ করুন। যদি সেই জায়গায় 5G পরিষেবা পৌঁছে থাকে তাহলে আপনি নাম দেখতে পাবেন আর থাকলে ‘No results found’ লেখা দেখাবে।

জিও ওয়েলকাম অফার কি ?

5G লঞ্চ উপলক্ষে জিও (Jio) তার গ্রাহকদের জন্য জিও ওয়েলকাম অফার নিয়ে এসেছে। এই অফারের মাধ্যমে আপনি ১ জিবিপিএস (GBPS) অব্দি উচ্ছ গতি সম্পন্ন আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *