BSK Recruitment 2023 : ১২ ক্লাস পাসে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ,জেনে নিন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর সুবিধার জন্য ২০২০ সালে থেকে রাজ্যে বাংলা সহায়তা কেন্দ্র বা বি.এস.কে (Bangla Sahayata Kendra) প্রকল্প চালু করে। সরকারি কাজগুলিকে মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করা হয়। এখনও অব্দি রাজ্যে প্রায় ৩,৫০০ টিরও বেশি বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। জানা গেছে নতুন করে আরও ১৪০০টি বাংলা সহায়তা কেন্দ্র গড়ে উঠছে রাজ্যের বিভিন্ন জেলায়।
এই বাংলা সহায়তা কেন্দ্র গুলি মূলত জেলা শাসক,মহকুমা আধিকারিক,ব্লক উন্নয়ন আধিকারিক,স্বাস্থ্য কেন্দ্র,সরকারী লাইব্রেরি,নগর স্থানীয় সংস্থার কার্যালয় ইত্যাদি জায়গায় স্থাপন করা হয়ে থাকে। আপনি এই সমস্ত সহায়তা কেন্দ্র গুলি থেকে সুবিধা হিসেবে জাতিগত শংসাপত্র,বাসস্থানের সার্টিফিকেট,কর জমা দেওয়া,রেশন সংক্রান্ত তথ্য,স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী,কৃষক বন্ধু,খাদ্য সাথী,জমির পর্চা তৈরি ইত্যাদি বিষয়ক কাজ গুলি করিয়ে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।
(Bike Driving Rules : চপ্পল পড়ে বাইক চালালে দিতে হবে জরিমানা ? বাইক সংক্রান্ত সঠিক নিয়ম জেনে নিন)
এই সমস্ত বাংলা সহায়তা কেন্দ্র গুলিতে কর্মী নিয়োগের (BSK Recruitment 2023) বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। প্রায় ৩৯২২ জন নতুন কর্মী নিয়োগ করা হবে। আসুন জেনে নিই নিয়োগ পদ্ধতি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য
বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ ২০২৩ :
পদের নাম :
ডাটা এন্ট্রি অপারেটর।
পদ সংখ্যা :
১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রের জন্য ২৯২২ জন কর্মী নেওয়া হবে।
বয়স :
১৮-৪০ বছর।
শিক্ষাগত যোগ্যতা :
১) যে কোনো স্বীকৃত বোর্ড উচ্চমাধ্যমিক পাস।
২) ৬ মাসের কম্পিউটার কোর্স সহ MS ওয়ার্ড ও MS এক্সেলের জ্ঞান থাকতে হবে।
৩) আবেদনকারীকে অবশ্যই ওই জেলার বাসিন্দা হতে হবে।
চাকরির মেয়াদ :
প্রথমে ১ বছরে চুক্তি হবে। তার পরে প্রয়োজন অনুসারে চুক্তি বাড়ানো হবে।
পরীক্ষা পদ্ধতি :
লিখিত :
১) এই পরীক্ষাটি ১০০ নম্বরে হবে। MCQ প্রশ্ন থাকে ৫০টি আর প্রত্যেক প্রশ্নের মান ২ নম্বর করে। সময় থাকবে ৯০ মিনিট (দেড় ঘণ্টা)। পরীক্ষায় প্রশ্ন গুলি থাকবে উচ্চমাধ্যমিক স্তরের এবং সাধারণ জ্ঞান,পাটিগণিত,সাধারণ ইংরেজি ও বর্তমান ঘটনা থেকে প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে।
কম্পিউটা দক্ষতা পরীক্ষা :
এতে থাকবে ৫০ নম্বরে প্রশ্ন। ওয়েবেল টেকনোলজি লিমিটেড (WTL) এই পরীক্ষার ব্যবস্থা করবে।
নিয়োগ পদ্ধতি :
লিখিত ও কম্পিউটার পরীক্ষার পরে জেলা ভিত্তিক নিয়োগ পত্র জারি করা হবে এবং মৌখিক পরীক্ষায় মাধ্যমে চূড়ান্ত নিয়োগ ঘোষণা পত্র ঘোষণা করা হবে।
আবেদন পদ্ধতি :
এই সম্পূর্ণ নিয়োগটি পরিচালনা করবে WTL(ওয়েবেল টেকনোলজি লিমিটেড)। তাদের অফিসিয়াল ওয়েবসাইট wtl.co.in থেকে আপনাকে আবেদন করতে হবে। এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ন অনলাইনে হবে।