Burdwan University Admission : পিএইচডি কোর্সে র্ভর্তি হতে ইচ্ছুক ? সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

0
burdwan university phd admission

যে সকল পড়ুয়া উচ্চ শিক্ষায় আগ্রহী তাদের জন্য সুখবর। সম্প্রতি পিএইচডি কোর্সে র্ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University। আর্টস,সায়েন্স,কমার্স,ল ও অন্যান্য শাখার পিএইচডি কোর্সের সাথে স্টেট ফান্ডেড ফেলোশিপ প্রোগ্রামেরও (State Funded Fellowship Program 2022) ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে।

গুরুত্ব পূর্ণ তারিখ: আবেদনের তারিখ :১৫ ই মার্চ থেকে ৩০ মার্চ,২০২৩।

আবেদন ফী : অনলাইন মাধ্যমে ২৫০ টাকা করে আবেদন ফী জমা দিতে হবে।

আবেদনের যোগ্যতা : আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বা সম্পর্কিত কোন বিষয়ে মাস্টার্স ডিগ্ৰী বা সমতুল্য কোন ডিগ্ৰীতে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। এসটি/এসসি/ওবিসি প্রার্থীরা নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবে।

স্টেট ফান্ডেড ফেলোশিপ প্রোগ্রামে আবেদনের যোগ্যতা : স্টেট ফান্ডেড ফেলোশিপ প্রোগ্রামে আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ফেলোশিপ পাবে মেধার ভিত্তিতে। তবে আবেদনকারীকে সেট/নেট উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষা পদ্ধতি : আবেদনকারীকে প্রথমে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় ৫০ টি ২ নম্বরের এমসিকিউ (MCQ) প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষার রিসার্চ মেথডোলজি থেকে ২৫ টি প্রশ্ন ও পরীক্ষার্থীর সংশ্লিষ্ট বিষয়ের উপর ২৫ টি প্রশ্ন থাকবে,পাশ করার জন্য কমপক্ষে ৫০ নম্বর পেতে হবে।

(Four Year Graduation Degree : এবার থেকে চার বছরে মিলবে গ্রাজুয়েশন ডিগ্রি)

যে সকল আবেদনকারী এমফিল ডিগ্ৰী আছে অথবা যারা ইউজিসি নেট/সেট/স্লেট/গেট/সিএসআইআর নেট অথবা টিচার ফেলোশিপ আছে তাদেরকে লিখিত পরীক্ষা বসতে হবে না। তবে সকল আবেদনকারীকে ডক্টরাল কমিটি আয়োজিত ৩০ নম্বরের ভাইভাতে বসতে হবে। আবেদনকারী প্রার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রাপ্ত নম্বর,ভাইভাতে প্রাপ্ত নম্বরের ৩০ শতাংশ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৭০ শতাংশের (যারা লিখিত পরীক্ষায় বসেছে কেবল তাদের ক্ষেত্রে) যোগ করে ভর্তি নেওয়া হবে।

পিএইচডি কোর্সে বিষভিত্তিক আসন সংখ্যা :

আর্টস,কমার্স,ল ও অন্যান্য শাখা :

বিষয়আসন সংখ্যা
আরবি
বাংলা২০
বিজনেস অ্যাডমিনিসট্রেশন
বিজনেস অ্যাডমিনিসট্রেশন
(হিউম্যান রিসোর্স)
কমার্স
ইকোনমিক্স১০
এডুকেশন
ইংরেজি
হিন্দি
ইতিহাস
১৪
লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন সায়েন্স
মাস কমিউনিকেশন
দর্শন
পলিটিকাল সায়েন্স
সংস্কৃত
সোসিওলজি
ট্যুরিজম ম্যানেজমেন্ট

সায়েন্স :

বিষয়আসন সংখ্যা
বায়োটেকনোলজি
বোটানি১৫
কেমিস্ট্রি১০
কম্পিউটার সায়েন্স
এনভায়রনমেন্টাল সায়েন্স
ম্যাথমেটিক্স
মাইক্রোবায়োলজি
ফিজিক্‌স
স্ট্যাটিস্টিক্স
জুলজি১১
ফিজিওলজি

স্টেট ফান্ডেড ফেলোশিপ প্রোগ্রামের আসন সংখ্যা :

আর্টস,কমার্স,ল ও অন্যান্য শাখা :

বিষয়আসন সংখ্যা
বাংলা
ইকোনমিক্স
ইংরেজি
হিন্দি
দর্শন
সোসিওলজি
ট্যুরিজম ম্যানেজমেন্ট

সায়েন্স :

বিষয়আসন সংখ্যা
বোটানি
কেমিস্ট্রি
কম্পিউটার সায়েন্স
এনভায়রনমেন্টাল সায়েন্স
ম্যাথমেটিক্স
মাইক্রোবায়োলজি
ফিজিক্‌স
স্ট্যাটিস্টিক্স

পিএইচডি কোর্সে ভর্তির আবেদন পদ্ধতি,গুরুত্বপূর্ণ তারিখ,আসন সংখ্যা ইত্যাদির বিস্তারিত বিবরণ বিশদে জানতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

ভর্তির বিজ্ঞপ্তি দেখুন : VISIT HERE

অফিসিয়াল ওয়েবসাইট : https://buruniv.ac.in/

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *