CRPF Recruitment 2023 : নব্বই হাজার বেতনে সিআরপিএফে নিয়োগ;জানুন বিস্তারিত।

0
crpf recruitment 2023

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছে যেখানে আলাদা আলাদা বিভাগে সাব ইন্সপেক্টর ও এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৩। পরীক্ষার সম্ভাব্য তারিক ২৪ ও ২৬ জুন। আসুন জেনে নিই সিআরপিএফ নিয়োগ (CRPF Recruitment 2023) সংক্রান্ত বিস্তারিত তথ্য।

পদ :

এখানে রেডিয়ো অপারেটর,ক্রিপ্টো, সিভিল বিভাগে সাব ইন্সপেক্টর এবং টেকনিক্যাল এবং ড্রাফটসম্যান বিভাগে অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদে নিয়োগ করা হবে। মোট ২১২টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

বয়স :

এখানে সাব ইনস্পেক্টর পদে আবেদনের জন্য বয়সসীমা ৩০ এর মধ্যে থাকতে হবে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর পদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে।

(Textile Park : চালু হচ্ছে সাতটি বড় টেক্সটাইল পার্ক,দেশজুড়ে হবে ২০ লক্ষ কর্মসংস্থান)

যোগ্যতা :

এই সমস্ত পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক,পদার্থবিদ্যা অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন :

সিআরপিএফ এর এই সমস্ত পদ গুলিতে বেতন থাকবে মাসে ৩৫,০০০-৯০,০০০ অব্দি ( সম্ভাব্য)।

আবেদন মূল্য :

সাব ইনস্পেক্টর পদের জন্য ২০০ টাকা এবং অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেকটর পদের জন্য ১০০ টাকা ফি দিতে হবে।

আবেদন প্রক্রিয়া :

সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট crpf.gov.in দেখুন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *