SSC GD 2023 Result : জেনে নিন কিভাবে দেখবেন পরীক্ষার রেজাল্ট।
শীঘ্রই প্রকাশিত হবে এসএসসি জিডি ২০২৩ পরীক্ষার ফলাফল (SSC GD 2023 Result)। স্টাফ সিলেকশন কমিশন (SSC) কতৃক আয়োজিতএসএসসি জেনারেল ডিউটি কনস্টেবল পরীক্ষা সারা দেশ জুড়ে চলতি বছরের ১০ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারী,প্রায় একমাস জুড়ে অনুষ্ঠিত হয়। ৫০,১৮৭ শূন্য পদের জন্য প্রায় ৩০ লাখ পরীক্ষার্থী পরীক্ষায় বসে।
এসএসসি জিডি কনস্টেবল (SSC GD Constable) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে আগামী ১৫ এপ্রিল সিআরপিএফ (CRPF) কতৃক আয়োজিত ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (Physical Efficiency Test) ও ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে (Physical Standard Test) অংশগ্রহণ করতে হবে। জানা যাচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল মেরিট লিস্ট আকারে প্রকাশ করবে,যেখান থেকে পরীক্ষার্থীরা নিজেদের নাম রোল নম্বর দিয়ে চেক করে নিতে পারবে। রেজাল্টের পাশাপাশি কাট অফ মার্কস (SSC GD 2023 Result Cut Off) ও প্রকাশিত করবে এসএসসি।
(KMC School : মডেল স্কুল,২২৪ টি স্কুলে শেখানো হবে স্পোকেন ইংলিশ)
কিভাবে চেক করবেন এসএসসি জিডি ২০২৩ পরীক্ষার ফলাফল :
- প্রথমে স্টাফ সিলেকশন কমিশন বা SSC এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in যেতে হবে।
- হোমপেজের উপরে ডানদিকে Result অপশনে ক্লিক করতে হবে।
- নতুন একটি পেজ খুলে যাবে,নতুন পেজে CONSTABLE-GD ট্যাবটিতে ক্লিক করলে ছেলে ও মেয়ে (Male and Female) দুটি অপশন দেখা যাবে।
- এরপরের পেজে তিনটি অপশন দেখাবে; Write Up,Result ও Marks. Result অপশনে ক্লিক করলে উত্তীর্ণ প্রার্থীদের মেরিট লিস্ট দেখা যাবে।
- আপনি উত্তীর্ণ হয়েছেন কিনা সহজে খুঁজে পেতে মেরিট লিস্টের উপর CTRL+F টাইপ করে আপনার রোল নম্বর লিখুন,যদি মেরিট লিস্টে আপনার রোল নম্বর থাকে তবে আপনি পরিবর্তি ধাপের জন্য নির্বাচিত হয়েছেন। ভবিষ্যতে জন্য আপনি মেরিট লিস্টটি আপনার ডিভাইসে ডাউনলোড করে রাখতে পারেন।