Burdwan University Admission : আইন নিয়ে পড়তে ইচ্ছুক? যে কোন বয়সে করা যাবে আবেদন,তাড়াতাড়ি করুন।
যারা আইন নিয়ে পড়তে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এল বর্ধমান বিশ্ববিদ্যালয় (Burdwan University)। সম্প্রতি তিন বছরের এলএলবি (অনার্স) (3 Year LL.B. (HONOURS)) কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ,যারা চলতি শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক (Session 2023-2025) [BCI Session 2022-2023] তারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদন ফী : বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেবলমাত্র অনলাইনে আবেদন করতে হবে,অফলাইনে আবেদনের কোন সুযোগ নেই। আবেদন ফী ধার্য করা হয়েছে ২৫০ টাকা।
আবেদনের যোগ্যতা : স্নাতকোত্তর স্তরে (Post Graduation) যে কোনো শ্রেণীর,যে কোন শাখায় নূন্যতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে অথবা স্নাতক স্তরে ((Graduation) অসংরক্ষিত শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে (১০+২+৩/১০+২+৪) নূন্যতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে,ওবিসিএ (OBC-A) ও ওবিসিবিদের (OBC-B) ক্ষেত্রে স্নাতক স্তরে (১০+২+৩/১০+২+৪) নূন্যতম ৪২ শতাংশ নম্বর পেতে হবে,এসটি/এসসিদের (SC/ST) ক্ষেত্রে স্নাতক স্তরে (১০+২+৩/১০+২+৪) নূন্যতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
বয়স : যে কোন বয়সের ব্যক্তি এই কোর্স আবেদন করতে পারবেন। বয়সের কোন ঊর্ধ্বসীমা নেই।
আবেদনের সময় : ১৬ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৩।
আসন সংখ্যা :
মোট আসন সংখ্যা ৪৬০ টি।
স্টাডি সেন্টার | আসন সংখ্যা |
ডিপার্টমেন্ট অফ ল (বর্ধমান বিশ্ববিদ্যালয়) | ৬০ |
হুগলী মহসিন কলেজ | ৮০ |
বেঙ্গল ল কলেজ | ৮০ |
আমেক্স ল কলেজ | ১২০ |
জর্জ স্কুল অফ ল | ১২০ |
ভর্তি পদ্ধতি : আবেদনকারী সকল প্রার্থীর পূর্বের পরীক্ষাগুলির নম্বর যোগ করে মেরিট লিস্ট (Merit List) তৈরি করা হবে। মেরিট লিস্টের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। মেরিট লিস্ট তৈরী করা হবে গ্রেড পয়েন্টের (GP) উপর ভিত্তি করে। গ্রেড পয়েন্ট হল আবেদনকারী প্রার্থীর স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশ,উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ৩০ শতাংশ ও মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ৩০ শতাংশের যোগফল। আবেদনকারী যদি কোন চাকরি/রিসার্চের সাথে যুক্ত থাকে তবে সংশ্লিষ্ট দপ্তর/প্রতিষ্ঠানের এনওসি সার্টিফিকেট (NOC) থাকতে হবে নচেৎ কোর্সে ভর্তি হতে পারবে না।
ভর্তির বিজ্ঞপ্তি : CLICK HERE
ভর্তি প্রক্রিয়া সমন্ধে বিস্তারিত জানতে বর্ধমান ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েবসাইট https://buruniv.ac.in/ ভিজিট করুন।