AFCAT Result 2023 : জেনে নিন কিভাবে দেখবেন AFCAT 1 2023 পরীক্ষার রেজাল্ট।
ভারতীয় বায়ু সেনা (Indian Air Force) কতৃক প্রকাশ করা হল AFCAT 1 2023 (Air Force Common Admission Test) পরীক্ষার রেজাল্ট। রেজাল্টের সাথে প্রকাশ করা হয়েছে কাট অফ মার্কসও। প্রতি বছর দু বার করে AFCAT পরীক্ষা অনুষ্ঠিত হয়।
(GDS Result 2023 : প্রকাশিত হল জিডিএস পরীক্ষার ফলাফল,জানুন বিস্তারিত)
জেনে নিন কিভাবে চেক করবেন AFCAT পরীক্ষার রেজাল্ট :
- প্রথমে AFCAT এর অফিসিয়াল ওয়েবসাইট afcat.cdac.in এ আসতে হবে।
- হোম পেজের মাঝামাঝি নিউজ সেকশনে এসে AFCAT 01/2023 RESULT HAS BEEN DECLARED AND ARE AVAILABLE FOR VIEWING THROUGH INDIVIDUAL LOGIN.[CLICK HERE] এ ক্লিক করতে হবে।
- নতুন একটি পেজ খুলে যাবে,যেখানে পরীক্ষার্থীর ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা পূরণ করে লগইন বাটনে ক্লিক করে প্রাপ্ত নম্বর চেক করা যাবে।
এই পরীক্ষাটি চারটি ধাপে অনুষ্ঠিত হয় । AFCAT 01/2023 হল প্রথম ধাপের লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মিলবে ইন্টারভিউতে (AFSB Interview Test) বসার সুযোগ।